- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৩, ২০২৩
তাঁর বন্ধুর ছেলে নিউজক্লিক-এর কর্মী, তাই সীতারাম ইয়েচুরির বাড়িতে দিল্লি পুলিশের তল্লাশি !

নিউজক্লিক-এর এক কর্মীর বাবা দিল্লিতে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বাড়িতে থাকেন। তাই দিল্লি পুলিশ মঙ্গলবার সীতারাম ইয়েচুরির বাড়িতে তল্লাশি চালায়। এই প্রসঙ্গে সীতারাম ইয়েচুরি বলেন, “আমার বাড়িতে আমার এক সহযোগী থাকেন, তাঁর পুত্র নিউজক্লিক-এ কর্মরত। পুলিশ এসেছিল আমার বাড়িতে। এসে নিউজক্লিক-এ কর্মরত আমার সহযোগীর পুত্রের ল্যাপটপ এবং মোবাইল নিয়ে যায়। পুলিশ কেন এসেছিল? কী কারণে এসেছিল? কিসের জন্য ল্যাপটপ, মোবাইল নিয়ে গেল? কেনই বা তদন্ত কিছু বুঝলাম না। এটা সংবাদ মাধ্যমের মুখ বন্ধ করার প্রচেষ্টা। দেশকে এর পেছনের কারণ জানতে হবে।”
এদিকে সীতারাম ইয়েচুরির বাড়িতে দিল্লি পুলিশের তল্লাশির তীব্র সমালোচনা করে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেছেন, “একদিকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর অপব্যবহার, দিল্লি পুলিশের অতিতৎপরতা, আবার ওপরদিকে এই কেন্দ্রীয় সংস্থাগুলোরই বাংলার চোরেদের প্রতি উদাসীনতা ও অপদার্থতা প্রমাণ করে এই সংস্থাগুলোকে রাজনৈতিক কাজে লাগাচ্ছে বিজেপি সরকার। ভিন্নমতের কণ্ঠস্বরকে দমন করা আর অপরাধীদের সমর্থন করে চোরেদের মদত দেওয়া – এই এখন দুই শহরের গল্প।”.
প্রসঙ্গত মঙ্গলবার সকালেই দিল্লি পুলিশ দিল্লিতে নিউজক্লিক-এর বেশ কয়েকজন সাংবাদিকের বাড়িতে তল্লাশি চালিয়েছে। ইউএপিএ আইনের আওতায় অভিযোগ দায়ের হয়েছে নিউজক্লিক নামে ওই সংবাদ মাধ্যম বা ওয়েবসাইটের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার সকালে প্রায় ১২ জনের বাড়িতে হানা দেয় দিল্লি পুলিশের বিশেষ দল। এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে জিজ্ঞাসাবাদের জন্য সাংবাদিকদের থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, গত আগস্ট মাসেই চিনা প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগ উঠেছিল নিউজক্লিকের অন্যতম মালিক নেভিল সিংহমের বিরুদ্ধে। তারপরেই নিউজক্লিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। মূলত এই তল্লাশি অভিযানের মধ্যেই সীতারাম ইয়েচুরির বাড়িতে তল্লাশি চালিয়েছে দিল্লি পুলিশ। তবে সীতারাম ইয়েচুরি অভিযোগ করে বলেছেন, “কিসের জন্য এই তদন্ত সেটা কেউ জানে না।”
❤ Support Us