Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মে ৬, ২০২২

কাশীপুরে তুলকালাম! অর্জুনের দেহ উদ্ধার ঘিরে মুখোমুখি বিজেপি তৃণমূল, মাঝে পুলিশ ।

অমিত শাহ পৌঁছনোর আগেই বিজেপি নেতার মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেল কলকাতা পুলিস।

আরম্ভ ওয়েব ডেস্ক
কাশীপুরে তুলকালাম! অর্জুনের দেহ উদ্ধার ঘিরে মুখোমুখি বিজেপি তৃণমূল, মাঝে পুলিশ ।

চিত্র: সংবাদসংস্থা ।

আজ সকালে বিজেপি নেতা অর্জুন চৌরাসিয়ার মৃত্যুর খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার, সাংসদ জ্যোতির্ময় সিং মাহাত, বিজেপি নেতা কল্যাণ চৌবে, সজল ঘোষ-সহ বিপুল সংখ্যক বিজেপি কর্মীরা । এরপরই এলাকায় উত্তেজনা শুরু হয়। দফায় দফায় পুলিসের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় মৃতের পরিবার এবং এলাকাবাসীরা। হায় হায়! স্লোগান দেওয়া হয়। ভিড়ের মধ্যে সিবিআই তদন্তের দাবি ওঠে। ঘটনাস্থলে পৌঁছেছেন দিলীপ ঘোষ । বঙ্গ সফরের দ্বিতীয় দিনে প্রথমেই কোচবিহারের তিন বিঘায় জনসভা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের । সাকল ১১টা নাগাদ তিনি সেখানে পৌঁছন। এরপর বেলায় তাঁর কলকাতায় আসার কথা ছিল। কিন্তু, তিনি জানিয়ে দেন, নিউটাউনের হোটেলে ওঠার বদলে সরাসরি তিনি পৌঁছবেন কাশীপুরে । দেখা করবেন মৃত অর্জুন চৌরাসিয়ার পরিবারের সঙ্গে। ইতিমধ্যেই এলকায় চলে আসে পুলিস বাহিনী । চিৎপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘটনাস্থলে পৌঁছেছেন কলকাতা পুলিশের ডিসি নর্থ জয়িতা বসু। যদিও দফায় দফায় পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন বিজেপি কর্মীরা। মৃতদেহ উদ্ধারে পুলিশকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে গেরুয়া সমর্থকদের বিরুদ্ধে। সঠিকভাবে তদন্তের আশ্বাস না মেলা পর্যন্ত দেহ ছাড়তে রাজি নন তারা। গেরুয়া কর্মীদের সরিয়ে অর্জুন চৌরাসিয়ার মৃতদেহ আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।

জানা গিয়েছে, কাশীপুর রেল কোর্য়ার্টারের একটি পরিত্যক্ত ঘর থেকে বিজেপির যুব মোর্চার নেতা অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। তাঁকে তৃণমূল খুন করেছে এমন অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব। পরিবারের অভিযোগ, বিধানসভা ভোটের পর থেকে ঘর ছাড়া ছিলেন অর্জুন। তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। পুলিসকে জানিয়েও কোনও লাভ হয়নি। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ বিজেপির।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!