- দে । শ
- ডিসেম্বর ৬, ২০২৪
নাবালকদের হাতে গাড়ির স্টিয়ারিং, বাইক নিয়ে দুর্ঘটনা বাড়ছে

নাবালকদের হাতে গাড়ির স্টিয়ারিং, বাইক নিয়ে দুর্ঘটনা বাড়ছে । এনিয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। মঙ্গলবার রাতে অবৈধ মাটির গাড়ি উল্টে নাবালকের মৃত্যু ও আরও এক নাবালকের জখম হওয়ার ঘটনায় এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে বসিরহাট পুলিশ ও প্রশাসনকে। মিনাখাঁয় চাপালি গ্রামে মৃত গাড়ির চালকের শামসুদ্দিন মোল্লা (১৬) ও আহত ইমরান মোল্লা। দু’জনেই নাবালক। রাতে মাটির ব্যবসার সাথে যুক্ত একটি গাড়ি চাপালি গ্রামের রাস্তার ভেতর দিয়ে যাচ্ছিল । গাড়িটি চালাচ্ছিল নাবালক ছাত্র শামসুদ্দিন মোল্লা । এবং তার সাথে সহযোগে ছিল আর এক নাবালক ইমরান মোল্লা । হঠাৎই রাতের অন্ধকারে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে নয়ানজুলিতে মধ্যে পড়ে যায়। মাটি বোঝাই গাড়ির তলায় চাপা পড়ে শামসুদ্দিন মোল্লা। এবং ইমরান মোল্লা গাড়ি থেকে ছিটকে দূরে গিয়ে পড়ে। আওয়াজ শুনে এলাকার মানুষ ছুটে এসে গাড়ি তলা থেকে শামসুদ্দিন মোল্লাকে ও ইমরান মোল্লাকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শামসুদ্দিন মোল্লাকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনার পরেই এলাকায় শোকের ছায়া নেমেছে । গাড়ির মালিক কিভাবে একটা ১৬ বছরের নাবালক ছাত্রের হাতে গানির স্টিয়ারিং ধরিয়ে দেন এবং তারা রাস্তায় গাড়ি নিয়ে বেরল এ নিয়ে প্রশ্ন উঠেছে। এই ঘটনার পুলিশ নড়েচড়ে বসেছে।
❤ Support Us