- খাস-কলম পা | র্স | পে | ক্টি | ভ
- জুলাই ২২, ২০২৩
বাংলাদেশে, ভোটের হাওয়ায় গনগনে আঁচ
বাংলাদেশের দুই দলের এই বিপরীতমুখী অবস্থান যদি প্রলম্বিত হতে থাকে, তাহলে ভোটের তাওয়া যে আরও গরম হবে, তাতে সন্দেহ নেই । তবে সে তাওয়ায় যাতে দেশের মানুষ না পোড়ে, সেদিকে লক্ষ্য রাখার দায়িত্ব সরকারের যেমন, বিরোধীদেরও তেমনই
মাস কয়েক পরেই বাংলাদেশের জাতীয় নির্বাচন। রাস্তায় শাসক আওয়ামী লীগ আর ক্ষমতায় ফিরে আসতে মরিয়া বিএনপি জোট। বিএনপি নেতাদের দাবি, ক্ষমতা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে সরিয়ে নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে ভোট করতে হবে। বাংলাদেশের স্বাধীনতার ৫১ বছর পরেও কেন এই সংশয়াচ্ছন্ন দাবিটি তুলছেন সম্মিলিত বিরোধী জোট, তার নাতিদীর্ঘ উত্তর খুঁজলেন নেক্সাস টেলিভিশনের কারেন্ট অ্যাফেয়ার্স এডিটর আর জীবনানন্দ বিশেষজ্ঞ। ‘জীবনানন্দর মানচিত্র’ বইয়ের জন্য কালি ও কলম পুরস্কারে তিনি পুরস্কৃত এবং সমাজবিজ্ঞান সংক্রান্ত বেশ কিছু বইয়ের প্রণেতা আমীন আল রশীদ
বাংলাদেশের রাজনীতি মূলত পারস্পরিক অবিশ্বাস, অনাস্থা ও সংঘাতের ইতিহাস। এখানে ক্ষমতায় থাকা মানে বাঘের পিঠে সওয়ার হওয়া। পিঠ থেকে নামলেই সে বাঘের আক্রমণে মৃত্যুর শঙ্কা সমূহ। একারণে একবার বাঘের পিঠে সওয়ার হলে আর নামতে চায় না, বা নামতে ভয় পায়।
রাজনীতি হঠাৎ কেন সংঘাতপূর্ণ ?
গত কয়েক বছর ধরে দেশে রাজনীতির নামে জ্বালাও-পোড়াও, হরতাল, হিংসা, পেট্রোলবোমা, গাড়িতে আগুন ইত্যাদি নেই। সম্প্রতি রাজনীতি ও ভোটের তাওয়া যেভাবে গরম হচ্ছে, তাতে রাজনীতির চিরচেনা সংঘাতের রূপটিই ফিরে আসবে কি না— সে শঙ্কা এখন কড়া নাড়ছে। বাংলাদেশের রাজনীতি মূলত ঘুরপাক খায় ক্ষমতার দড়ি টানাটানির এক দুষ্টুচক্রে।
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে গত কয়েক মাস জুড়ে বিএনপি আন্দোলনের বেশ শান্তিপূর্ণ ছিল। কোথাও বড়ো কোনো হামলা বা হিংসার খবর পাওয়া যায়নি। ১২ জুলাই সরকার পতনের এক দফা দাবি ঘোষণার পরে বিএনপির দুদিনের পদযাত্রা কর্মসূচির প্রথম দিনে ১৮ জুলাই রাজধানীর মিরপুর বাংলা কলেজ এলাকাসহ দেশের বিভিন্ন স্থানে হামলা, সংঘর্ষ ও গোলাগুলির খবর ছড়িয়ে পড়ল।
বিএনপি তাঁদের আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, ১৮ জুলাই তাদের পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী লীগ ও পুলিশের হামলায় একজন নিহত, প্রায় দুই হাজার আহত এবং এক হাজারের বেশি মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। লক্ষ্মীপুরে পদযাত্রার সময় কৃষক দলের নেতা সজীব হোসেনকে পদযাত্রার পেছন থেকে টেনে নিয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা কুপিয়ে ও গুলি করে হত্যা করে বলে তাদের অভিযোগ। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুলি চালালে তিন শতাধিক নেতাকর্মী আহত হন। খাগড়াছড়িতে পদযাত্রা চলাকালে নিরাপত্তারক্ষী বাহিনীর গুলিতে অন্তত দুইশ নেতাকর্মী এবং ফেনীতে প্রায় দেড়শ নেতাকর্মী গুলিবিদ্ধ হন। বগুড়ায় পদযাত্রা কর্মসূচি চলাকালে পুলিশ গুলি চালালে প্রায় দেড় শতাধিক নেতাকর্মী আহত হন। কিশোরগঞ্জে, জয়পুরহাট, পিরোজপুর, নেত্রকোণাসহ বিভিন্ন স্থান থেকে হামলা ও সংঘর্ষর খবর আসে। কোথাও কোথাও বিএনপির পদযাত্রা শেষে আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রাকে কেন্দ্র করে বিএনপি, আওয়ামী লীগ ও পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। সহিংসতার জন্য বিএনপিকেই দায়ী করছেন আওয়ামী লীগের নেতারা। দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি সুযোগ পেলেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়, তার উদাহরণ এই পদযাত্রা কর্মসূচি। পদযাত্রার নামে তারা পুলিশের ওপর হামলা চালিয়েছে, হাসপাতাল-ব্যাংকে ভাঙচুর করেছে, মানুষের যানবাহন নষ্ট করেছে। তারা ক্ষমতায় থাকার সময় আবার বিরোধী দলে থাকার সময় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এখন তারা সে দোষের দায়ভার চাপাচ্ছে আওয়ামী লীগের উপর। এসব কারণেই, এখন জনমনে প্রশ্ন, দেশের রাজনীতি কি তাহলে ২০১৪ সালের নির্বাচন-পূর্ববর্তী পরিস্থিতির দিকে যাচ্ছে?
বিএনপি এরমধ্যে এটি স্পষ্ট করেছে যে, তারা বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না এবং এই এক দফা দাবিতে তারা মাঠে থাকার ঘোষণা করেছে। দাবি আদায়ে তারা যা করার করবে। আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি দিচ্ছে। পাল্টাপাল্টি কর্মসূচির কারণে পরিস্থিতি যদি দুই দলেরই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে পরিস্থিতি যে অন্য কেউ নিয়ন্ত্রণ করবে—সেটি চোখ বন্ধ করে বলে দেওয়া যায়। কেননা নির্বাচন ইস্যুতে দুই দলের মধ্যে কোনো সমঝোতা হবে, আপাতত তার কোনো লক্ষণ নেই। আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসতে চাইবে। বিএনপি এবং তার সমমনা দলগুলো যদি সরকার যেভাবে নির্বাচন করতে চায়, সেই নির্বাচন মেনে না নেয় বা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে অনঢ় থাকে, তাহলে এই ধরনের সংঘাত আরও বাড়বে।
যখন যারা ক্ষমতায় থাকে তারা জ্বালাও-পোড়াওয়ের রাজনীতির সমালোচনা করে। তারাই আবার যখন বিরোধী দলে থাকে, তখন জ্বালাও-পোড়াওয়ের রাজনীতিই করে। যেমন ক্ষমতায় থাকলে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার খারাপ। আর বিরোধী দলে থাকলে এটাই ভালো। রাজনীতিবিদদের এই দ্বিচারিতার সঙ্গে দেশের মানুষ অনেক আগে থেকে পরিচিত।
বিরোধী দলগুলো সবসময়ই চেষ্টা করে তাদের নিজেদের দল ও জোটের বাইরে অন্যান্য আরও অনেক গোষ্ঠী এমনকি সাধারণ মানুষকে তাদের আন্দোলনে সম্পৃক্ত করতে। যে কারণে পেশাজীবীদের বিভিন্ন আন্দোলনকে সরকারবিরোধী আন্দোলনে রূপ দিতে তারা সচেষ্ট।
এ মুহূর্তে রাজধানীতে একাধিক পেশাজীবী আন্দোলন চলমান । বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন এমপি ভুক্ত শিক্ষকরা। জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক বন্ধ করে এই কর্মসূচি চলছে। দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে এই আন্দোলনে চলছে। আন্দোলনে অংশ নিতে সারাদেশ থেকে কয়েক হাজার শিক্ষক-কর্মচারী ঢাকায় রয়েছেন।
চিকিৎসকরাও আন্দোলন করছেন।পাঁচ হাজার টাকা ভাতা বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন বহাল রেখেছেন পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। তারা বলছেন, পাঁচ হাজার টাকা ভাতা বাড়িয়ে তাদের সঙ্গে উপহাস করা হয়েছে। ৫০ হাজার টাকা মাসিক ভাতার দাবিতে আন্দোলন করছেন বেসরকারি রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট পোস্টগ্র্যাজুয়েটরা। বর্তমানে তারা পান ২০ হাজার টাকা। আন্দোলনের মুখে ৫ হাজার টাকা বাড়ানো হলেও তাঁরা এটি প্রত্যাখ্যান করেছেন।
রাজধানীর গ্রিন রোডে সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসককে গ্রেপ্তারের প্রতিবাদে সারাদেশে ব্যক্তিগত চেম্বার ও অস্ত্রোপচার বন্ধ করে দিয়েছিলেন চিকিৎসকরা। ১৮ জুলাই ওই দুই চিকিৎসক জামিনে মুক্তি পাওয়ায় আন্দোলন স্থগিত করা হয়।
শিক্ষক ও চিকিৎসকদের পাশাপাশি রেল শ্রমিকরাও নিজেদের দাবি আদায়ে সচেষ্ট এবং আন্দোলনেতে। তাদের কর্মসূচিতে ১৬ জুলাই সারা দেশে রেল যোগাযোগ বিঘ্নিত হয়। রেল শ্রমিকরা প্রথমে কাওরান বাজারের সড়ক অবরোধ করে কর্মসূচি শুরু করেন। পরে তারা রেললাইন অবরোধ করে বিক্ষোভ দেখান। বেলা ৩টার পর অবরোধ তুলে নেওয়া হয়। ততক্ষণে ২৫টি ট্রেনের শিডিউল লণ্ডভণ্ড হয়ে যায়। চাকরি স্থায়ী করার দাবিতে রেলের প্রায় ৮ হাজার অস্থায়ী শ্রমিক এই আন্দোলনের সঙ্গে যুক্ত।
কথা হচ্ছে, কার আন্দোলনের মধু কে খাবে, বা খেতে পারবে, তা সবসময় আগেভাগে ধারণা করা যায় না। তবে যেকোনো আন্দোলন, সেটি যদি সরাসরি সরকারের কোনো নীতি-পরিকল্পনা বা সিদ্ধান্তের বিরুদ্ধে সাধারণ মানুষেরও আন্দোলন হয়, সরকার সেটিকে নিজের ‘গ্রিপে’ রাখতে চায়। আর বিরোধী দলসমূহ চায় যেকোনো আন্দোলনে বাতাস দিয়ে সেটিকে সরকারবিরোধী জনমত বাড়ানোর কাজে ব্যবহার করতে। তাই ছোটখাটো আন্দোলন গড়ে উঠলেও সরকারবিরোধী শক্তিসমূহ প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষাভাবে সেইসব আন্দোলনে সমর্থন জোগায়।
সরকার ও সরকারবিরোধী শক্তি কীভাবে কোনো একটি অরাজনৈতিক আন্দোলনকেও নিজেদের স্বার্থে কাজে লাগায় বা লাগাতে চায়, সাম্প্রতিক ইতিহাসে তার সবচেয়ে বড় উদাহরণ ২০১৩ সালে গণজাগরণ মঞ্চ এবং এই মঞ্চের বিরুদ্ধে গড়ে ওঠা শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন এবং এরপরে ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন। সুতরাং বিভিন্ন দাবিতে পেশাজীবীদের আন্দোলন থেকে সরকার, বিরোধীরা মধু খাবে, সেটি এখনই বলা যাচ্ছে না। তবে যে প্রশ্নটি সামনে আসছে, তা হল, সামনের দিনগুলোতে দেশের রাজনীতি কি আরও বেশি সংঘাতপূর্ণ হয়ে উঠবে, নাকি সরকার তার দলীয় এবং প্রশাসনিক শক্তি কাজে লাগিয়ে বিরোধীদের আন্দোলনকে থানিয়ে দেবে।
পুড়বে কে ?
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত এগিয়ে আসবে রাজনীতির মাঠ তথা ভোটের তাওয়া তত বেশি গরম হবে। প্রশ্ন হলো সেই গরম তাওয়ায় কে পুড়বে? শুধু কী রাজনৈতিক কর্মী নাকি দেশ ও দেশের মানুষ? অতীত অভিজ্ঞতা বলছে, ভোটের গরম তাওয়ায় মূলত দেশের অর্থনীতি ও সাধারণ মানুষই বেশি পোড়ে। রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় টিকে থাকার লড়াইয়ে স্যান্ডউইচ হয় সাধারণ মানুষ—যে মানুষের জন্যই নাকি তাঁরা রাজনীতি করেন। যে মানুষদের জন্য তাঁরা রাজনীতি করেন বলে দাবি করেন, তারাই রাজনৈতিক সমাবেশ ও মিছিল মিটিংয়ের কারণে ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থাকেন। দুপক্ষ ইটপাটকেল ছুঁড়লে তাতে সাধারণ নিরীহ ও নিরপরাধ মানুষেরও মাথা ফাটে। পুলিশ যখন গণগ্রেপ্তার ও গণআটক করে, তাদের জালে শুধু রাজনৈতিক কর্মী নন, অরাজনৈতিক মানুষও আটকা পড়েন। মাসের পর মাস বিনা বিচারে জেলে আটকে থাকেন অনেকেই। অর্থাৎ ক্ষমতায় যাওয়া ও থাকার এই রাজনীতির নিরীহ শিকার হন নিরীহ মানুষ—যাঁরা দিন শেষে কোনো ক্ষতিপূরণও পান না। বরং বিনা বিচারে দীর্ঘদিন জেল খাটতে গিয়ে তাদের জীবনের যে মূল্যবান সময়, জীবিকা, অর্থ ও সামাজিক সম্মানের হানি হল, সেটি পুনরুদ্ধারেরও কোনো সুযোগ নেই। অতএব জনগণের জন্য রাজনীতির ধুয়া তুলে যারা ভোটের তাওয়া গরম করেন, তাদের ভেবে দেখা দরকার, এই গরমে যেন কোনো নিরীহ মানুষের হাত না পোড়ে। প্রাণসংশয় না হয় নিরীহের।
বলা হয়, আন্দোলনের মাঠ যার দখলে, ভোটের মাঠও তার দখলে। গত দুটি জাতীয় নির্বাচনের আগে আন্দোলনের মাঠ দখলে ব্যর্থ হয়েছে বিএনপি। কারণেই নির্বাচনের মাঠেও তারা ব্যর্থ । ২০০৮ সালের নির্বাচনে ভরাডুবি, ২০১৪ সালে বর্জন এবং ২০১৮ সালের নির্বাচনে আরো ভরাডুবি; দুর্নীতি মামলায় দলের শীর্ষ নেতা খালেদা জিয়ার জেল এবং একাধিক মামলায় দলের দ্বিতীয় শীর্ষ নেতা, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানে কারাদণ্ড; হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মামলার পাহাড়; জেল ও নির্যাতন; ব্যবসা-বাণিজ্য দখলসহ নানা কারণে বিএনপি অনেক বছর জুড়ে কোণঠাসা। তারা কি এবার সবকিছু পুনরুদ্ধারের জন্য মরণকামড় দেয়ার জন্য মাঠে নামছে? তারা যে বলছে আগের দুটি নির্বাচনের মতো এবারের নির্বাচন হবে না, বা হতে দেওয়া হবে না—তার মধ্য দিয়ে তারা কি সংঘাতের রাজনীতিরই ইঙ্গিত দিচ্ছে? উপরন্তু সরকারি দলও যেখানে শেখ হাসিনার অধীনেই নির্বাচন করার এক দফায় অনড়—সেটাও কি ওই সংঘাতকে উসকে দেবে? এসব প্রশ্নই এখন মুখ্য।
বিএনপির তরফে বলা হচ্ছে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে তাদের আন্দোলন আরও বেগবান হবে। ক্ষমাতাসীন দলের তরফে বলা হচ্ছে, তারাও রাজপথ দখলে রাখবে। যে কারণে দেখা যায়, যখনই বিএনপি কোথাও কর্মসূচি দেয়, সেখানেই আওয়ামী লীগের পাল্টা কর্মসূচি থাকে। বিএনপি যেখানে বিক্ষোভ সমাবেশ করে, আওয়ামী লীগ তার কাছাকাছি কোনো জায়গায় করে শান্তি সমাবেশ। বিএনপির পদযাত্রা কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগের শান্তি শোভাযাত্রা। বড় দুই দলের এই বিপরীতমুখী অবস্থান যদি প্রলম্বিত হতে থাকে, তাহলে ভোটের তাওয়া যে আরও গরম হবে, তাতে সন্দেহ নেই। তবে সে তাওয়ায় যাতে দেশ ও দেশের মানুষ না পোড়ে, সেদিকে লক্ষ্য রাখার দায়িত্ব সরকারের যেমন, বিরোধীদেরও তেমন।
মোদ্দা কথা, রাজনৈতিক সংকটের সমাধান রাজনৈতিকভাবেই করা জরুরি। কিন্তু রাজনীতিবিদরা যখন নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হন; তারা যখন রাজনৈতিক সংকটের সমাধান অরাজনৈতিক উপায়ে খোঁজেন, তখন অরাজনৈতিক কোনো শক্তি এসে তাদের ‘মাইনাস’ করে দেয়। রাজনীতিবিদরা যখন রাজনৈতিক সংকটের সমাধান করতে ব্যর্থ হন, তখন দেশ সংকটে পড়ে এবং রাজনীতিবিদরাই প্রথম ক্ষতিগ্রস্ত হন, দেশে-বিদেশে যার উদাহরণ ভুরি ভুরি। সুতরাং দেশ তো বটেই, রাজনীতিবিদদের নিজেদের স্বার্থেই রাজনীতির মধ্যে রাজনৈতিক সংকটের সমাধান খোঁজা উচিত। না হলে তারা নিজেরা বিপদে পড়বেন। পাশাপাশি দেশ ও দেশের মানুষকেও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবেন।
সৌজন্য :বিডি নিউজ, ঢাকা
❤ Support Us