- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২৯, ২০২৪
ঘৃণার রাজনীতি মানুষকে ন্যায় বিচার দিতে পারে না : রাহুল
চোপড়া থেকে বিহারের কিষানগঞ্জে ন্যায় যাত্রা নিয়ে ঢুকে রাহুল গান্ধি সামাজিক ন্যায়ের কথা শোনালেন। বললেন ঘৃণার বাজারে ভালোবাসার দোকান খুলতেই এই ন্যায় যাত্রা। বিজেপির ঘৃণার রাজনীতি ভালোবাসার বিকল্প রাজনীতির পথ খুলে দিয়েছে। রাহুল গান্ধি সোমবার বলেন, “মণিপুরে বিজেপির বিচারধারা ভাইকে ভাইয়ের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছে।” তিনি বলেন, “এখনও মণিপুরে গেলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটাই দেশের হাল।”
“এই যাত্রা হচ্ছে ভারত জোড়ো ন্যায় যাত্রা কারণ, আজ দেশের গরিব মানুষের আর্থিক, সামাজিক ন্যায় পাওয়ার অবস্থা নেই। মোদির দু-তিনজন দেশের সব বিমান বন্দর, নৌবন্দর সহ সব নিয়ে নিচ্ছে। কৃষকের জন্য ব্যাঙ্কের দরজা বন্ধ। নোটবন্দিতে সাধারণ মানুষকে জড়িয়ে দেওয়া হয়েছে। আর্থিক ন্যায়, সামাজিক ন্যায় ছাড়া দেশের উন্নয়ন কি ভাবে সম্ভব? সাধারণ মানুষ সামাজিক, আর্থিক ন্যায় পাচ্ছেন না”, বলে মোদির বিরুদ্ধে প্রশ্ন তোলেন রাহুল গান্ধি। তিনি বলেন, ” বিজেপির ঘৃণার রাজনীতি কখনই সাধারণ মানুষকে ন্যায় বিচার দিতে পারে না।”
❤ Support Us