- এই মুহূর্তে দে । শ
- জুন ১, ২০২৩
আজ নন্দীগ্রামে অভিষেক, চড়ছে নন্দীগ্রামের রাজনৈতিক উত্তেজনার পারদ

আজ নন্দীগ্রামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। রাতে তিনি নন্দীগ্রাম থাকবেন। নন্দীগ্রাম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রতি কি বক্তব্য ছুঁড়ে দেন সেই দিকেই সবার নজর। এই নন্দীগ্রাম বিধানসভাতেই ২০২১-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী মমতা মন্দ্যোপাধ্যায়কে ভোটে পরাজিত করেছেন। তৃণমূল যদিও বলে, “শুভেন্দু লোডশেডিং করে জিতেছে।” শুভেন্দুর গড়ে অভিষেকের সভা নিয়ে এখন রাজ্য রাজনীতি সরগরম। তবে শুভেন্দু বলেছেন, “নন্দীগ্রাম দেশের বাইরে নয়। ওখানে যে কেউ যেতে পারেন।”
#JonoSanjogYatra‘s Day 35 in Purba Medinipur ends with a grand Adhiveshan!
The wave of support gladdens me. From Chandipur to Nandigram, I am set to embark on a 20km long padyatra today. To make it a success, I humbly seek people’s blessings!#TrinamooleNaboJowar pic.twitter.com/BFk6ZaPFr8
— Abhishek Banerjee (@abhishekaitc) June 1, 2023
তবে নন্দীগ্রামের সভার আগের দিনই বুধবার চণ্ডীপুরের নব জোয়ারের সভা থেকে সুর চড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন,”যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে, বিচার ব্যবস্থা নিরপেক্ষ থাকে তাহলে এক মাসের মধ্যে ওকে হাতকড়া পরিয়ে জেলে ঢোকাবোই।” কাজেই নন্দীগ্রাম থেকে যে অভিষেক আরও তীক্ষ্ণ ভাষায় শুভেন্দুকে বিঁধবেন তাতে কোনও সন্দেহ নেই। আর এর পরে বৃহস্পতিবার রাতে অভিষেক নন্দীগ্রামে থাকবেন।
এদিকে সুজয়কৃষ্ণ ভদ্র বা কালীঘাটের কাকুকে ইডি গ্রেফতার করার পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছেন “তদন্ত কোমর পর্যন্ত পৌঁছেছে, এর পরেই কান থেকে মাথায় পৌঁছবে। বাকি আর এক ধাপ।” এর পর অভিষেকের নাম না করেই শুভেন্দু বলেছেন, “তোর সাধ্য থাকলে কাকুকে বাঁচা।” অভিষেক-শুভেন্দু দু’জনই দু’জনকে লাগামহীন ভাষায় কোনও রাজনৈতিক সৌজন্য বজায় না রেখে পরস্পরকে “তুই” সম্বোধনে আক্রমণ করে আক্রমণ প্রতিআক্রমণ করে চলেছেন। শুভেন্দু অভিষেকের কাঁথির সভা উল্লেখ করে বলেছেন,”আমার থেকে ১৭/১৮ বছরের ছোট ওই ছোকরা আমার বাড়ির সামনে গুটিকতক লোক নিয়ে আমায় তুই তোকারি করছে। কি ভাষা!” অথচ সেই শুভেন্দু অধিকারীই আবার অভিষেককে “তুই” বলে আক্রমণ করছেন। এই আবহেই আজ নন্দীগ্রাম আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে এখন প্রস্তুতি তুঙ্গে। নিরাপত্তারক্ষীর ঘেরাটোপে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে নন্দীগ্রাম। প্রসঙ্গত কাঁথির মুকুন্দপুরে নব জোয়ারে বুধবার অভিষেকের নিরাপত্তা রক্ষীর গলা ধাক্কা খেয়েছেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। তবে সেই ঘটনার মুহূর্তে অখিল গিরি অসন্তোষ প্রকাশ করলেও পরে বলেছেন, “এতো মানুষের ভিড়, একটু সমস্যা তো হবেই।” এদিকে কারামন্ত্রীর ওপর অভিষেকের নিরাপত্তারক্ষীদের এই ব্যবহারের পর শুভেন্দু অধিকারী বলেছেন, “বাড়াবাড়ির চূড়ান্ত চলছে। বয়স্ক গ্রামের মানুষ, শহুরে নেতার রক্ষীর হাতে আক্রান্ত হয়েছেন। খারাপ লাগছে।”
এদিকে অভিষেকের নন্দীগ্রামের কর্মসূচি সম্পর্কে অখিল গিরি জানিয়েছেন, “বৃহস্পতিবার বিকেলে রামনগরের কর্মসূচি সেরে অভিষেক যাবেন চণ্ডীপুরে। তারপর পায়ে হেঁটে মিছিল করে চণ্ডীপুর থেকে অভিষেক যাবেন নন্দীগ্রামে। নন্দীগ্রামেই রাত্রিযাপন করবেন অভিষেক।” তাই বলা যায় নন্দীগ্রাম এখন নব জোয়ার যাত্রার সব আলো শুষে নিচ্ছে।
এদিকে নন্দীগ্রামে অভিষেকের আগমনকে কেন্দ্র করে এখন তৃণমূল কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা শুরু হয়েছে।
এই বিষয়ে রাজ্যের কারা মন্ত্রী ও রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি জানান, “মঙ্গলবার থেকে আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি নিয়ে ব্যস্ত রয়েছি। ১ জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে কর্মসূচি। তাঁর রাতে নন্দীগ্রামে থাকার বিষয়ে নেতৃত্বের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাঁদের নির্দেশ মতোই আমরা কাজ করছি।”
❤ Support Us