- এই মুহূর্তে দে । শ
- মে ১৮, ২০২৩
বিরোধীরা রাজনৈতিকভাবে দেউলিয়া, তাই মৃত্যু নিয়ে রাজনীতি করছে : জঙ্গল মহল থেকে বার্তা অভিষেকের

মৃত্যু নিয়ে রাজনীতি আদতে রাজনৈতিকভাবে দেউলিয়া হওয়ার প্রমাণ! এভাবেই বৃহস্পতিবার জঙ্গল মহলে নবজেয়ার যাত্রা কর্মসূচি থেকে বিরোধীদের বিরুদ্ধে সমালোচনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন বলেন, “মানুষের খাদ্য,বস্ত্র,বাসস্থান নিয়ে, মানুষের সমস্যা সমাধানে, মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে রাজনীতি করুণ। তথ্য পরিসংখ্যান দিয়ে রাজনীতি করুণ, না হলে যেটা হয় তা হল রাজনৈতিক দেউলিয়াপনা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর নাম নিয়ে বলেন, আপনারা বলুন, আমাদের কাছে জানান, কেথায় কাদের কি সমস্যা, কার বাড়ি নেই, কোথায় রাস্তা দরকার। আমরা সমাধান করব।
এরপর কেন্দ্রের সরকারকে ” দানবিক” এবং রাজ্য সরকারকে “মানবিক” বলে উল্লেখ করে অভিষেক বলেন, “রাজ্য সরকার যখন লক্ষ্মীর ভাণ্ডার থেকে মানুষকে ১০০০ টাকা করে দিচ্ছে কেন্দ্র তখন আধার কার্ড, প্যান কার্ডের নামে মানুষের কাছ থেকে ১০০০ টাকা করে নিয়ে নিচ্ছে। এই সরকার মানুষের জন্য কি করছে?”
অভিষেক এদিন বলেন, “আমরা উন্নয়নে বিশ্বাস করি। মানবিকতাই আমাদের সরকারের ভিত্তি। আমরা চাই বিরোধী পক্ষের নেতা-কর্মীরাও জনসেবার কাজে আমাদের সহায়তা করুন। বদলে শুধুমাত্র প্রতিহিংসার বশে বাংলার মানুষের সঙ্গে তাঁরা দানবিক আচরণ করছেন। বিরোধিতার নামে এমন আচরণ গণতন্ত্রে কাম্য নয়।”
এগরার বিস্ফোরণে দুই মহিলা শ্রমিকের মৃত্যুর দায় মোদি-শাহরা এড়াতে পারেন না বলেও এদিন অভিষেক মন্তব্য করেন।
তিনি বলেন, “আমরা মৃত্যু নিয়ে রাজনীতি করি না। কিন্তু, বাংলার মানুষ যদি ১০০ দিনের কাজের টাকা না পেয়ে জীবন বাজি রাখতে বাধ্য হন, তাহলেও আমরা চুপ করে থাকব না। মাসের পর মাস কেন্দ্রীয় সরকার বাংলার ন্যায্য প্রাপ্য আটকে রাখছে। যার খেসারত দিতে হচ্ছে আমজনতাকে। এটা চলতে পারে না।”
পাশাপাশি তিনি বলেন ইডি, সিবিআই দেখিয়ে তৃণমূলকে ভয় দেখানো যাবে না। এর আগেও এই এজেন্সি লাগিয়ে মানুষের কাছ থেকে জবাব পেয়েছে আগামী দিনেও মানুষই বিজেপিকে জবাব দেবে।
❤ Support Us