- এই মুহূর্তে দে । শ
- মে ১৬, ২০২৩
পোনিইন সেলভান ছবির প্রযোজনা সংস্থার দফতরে ইডির হানা, অভিযোগ অর্থ পাচারের

প্রখ্যাত ছবি পোনিইন সেলভান ছবির নির্মাতা লাইকা প্রোডাকশনসের অফিসে হানা দিল ইডি। সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, মূলত বেআইনি অর্থ পাচারের সঙ্গে প্রযোজনা সংস্থার যোগাযোগ রয়েছে, এ নিয়ে সম্প্রতি একটি অভিযোগ দায়ের হয়েছে। আর তার ভিত্তিতে তদন্ত করতে নেমেছে কেন্দ্রীয় সংস্থা। চেন্নাই শহরে সংস্থার আট জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত গ্রেফতারের কোনো খবর নেই।
পোনিইন সেলভান ছবির নির্মাতাদের অফিসে ইডির আচমকা হানা নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা এখন তুঙ্গে। সদ্য কর্নাটক নির্বাচনে ক্ষমতা হারিয়েছে । তাই অনেকের ধারণা, পাল্টা আঘাত হানতে পারে কেন্দ্রীয় শাসক দল। বিরোধীরা প্রায়ই অভিযোগ করেন , রাজনৈতিক বিরুদ্ধতাকে স্তব্ধ করবার জন্য কেন্দ্রীয় সংস্থাকে নিজের ইচ্ছামতো করে বিজেপি। একটি ছবির প্রযোজনা সংস্থার দপ্তরে এমন আকস্মিক অভিযানের পিছনে এ দুরভিসন্ধিকে নাকচ করে দেওয়া যায় না।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন বরবাবরই গেরুয়া শিবিরের বিরোধী কন্ঠ হিসেবে সুপরিচিত। এমতাবস্থায় তার রাজ্যে একটি প্রযোজনা সংস্থার সম্ভাব্য আর্থিক দুর্নীতির সঙ্গে তার সরকারের উদাসীনতার যোগসূত্র নির্ণয় করতে পারলে বিরোধী ঐক্যে ফাটল ধরানো আরো সহজ হবে।
❤ Support Us