Advertisement
  • ভা | ই | রা | ল
  • জানুয়ারি ১৩, ২০২২

অভিযোগ, কোভিড রুখতে নৃশংস চিন । ধাতব বাক্সে বন্দি আক্রান্তরা ।

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিযোগ, কোভিড রুখতে নৃশংস চিন । ধাতব বাক্সে বন্দি আক্রান্তরা ।

সামান্য সংক্রমণেও জারি হয়েছে লকডাউন। সবচেয়ে উদ্বেগের বিষয় কোভিড রোগী এবং সন্দেহকরা হচ্ছে তাদের ধাতব বাক্সে আটকে রাখার মতো নৃশংস পদক্ষেপের অভিযোগ মিলছে । নেটে কিছু কিছু ঘটনার ভিডি ভাইরাল হয়েছে ।

অভিযোগ, শুধু সাধারণ নাগরিকরা নন, গর্ভবতী মহিলা, শিশু, বৃদ্ধ কাউকেই রেহাই দেওয়া হচ্ছে না। ভাইরাল ভিডিওয় দেখা গিয়েছে, সংক্রমিত ও সংক্রমিতদের সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁদেরও জোর করে ধাতব বাক্সের ঘরে আটকে দেওয়া হচ্ছে । ঘরের ভেতর রয়েছে খাট, জলের বোতল আর শৌচাগার । এই ধরনের ক্যাম্প খোলা হয়েছে শাংচি প্রদেশের জিআন শহরে । জিআন শহরের ২ কোটি মানুষ আপাতত কার্ফুর কবলে । তাঁদের বাইরে বের হতে দেওয়া হচ্ছে না । জিআনের সংক্রমণ ভয়াবহ নয়, ভারতের যে কোনও ছোটো শহরের তুলনায় অনেক কম।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!