- এই মুহূর্তে দে । শ
- জুন ৭, ২০২৪
কেতুগ্রামে বোমা বিস্ফোরণ। উড়ল বাড়ির ছাদ

ভোটের ফল বেরনোর পর তপ্ত কেতুগ্রাম। বিস্ফোরণে কেঁপে উঠল মুরগ্রাম-গোপালপুর পঞ্চায়েতের হাটমুড়গ্রামের উত্তরপাড়া। বিস্ফোরণে উড়ল সিপিএম কর্মী শ্যামল ঘোষের শৌচাগারের ছাদ। এর ফলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় তৃণমূল নেতাদের অভিযোগ, সন্ত্রাস ছড়াতে বাড়িতে বোমা মজুত করেছিল শ্যামল। দেখা গেল, বোমা ফেটে বাড়ির কংক্রিটের শৌচালয়ের ছাদই শুধু ওড়েনি, ভেঙে পড়েছে সীমানা পাঁচিল। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ঘটনাস্থলে হাজির হয় কেতুগ্রাম থানার পুলিশ। এলাকাজুড়ে চিরুনি তল্লাশি শুরু করে। কাটোয়ার এসডিপিও কাশীনাথ মিস্ত্রি বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। কারা এর সঙ্গে জড়িত তার খোঁজখবর নেওয়া হচ্ছে।’ প্রয়োজনে ঘটনার তদন্ত ফরেনসিক বিশেষজ্ঞদের দিয়ে করানো হবে। ঘটনার পর থেকে শ্যামল ঘোষ ও তার পরিবারের সদস্যরা এলাকাছাড়া। বাড়িতে তালা ঝুলছে। তৃণমূলের পঞ্চায়েত সদস্য মামুন আশিক শেখ বলছিলেন, ‘সকাল ছ’টা নাগাদ সিপিএম কর্মী শ্যামল ঘোষের বাড়িতে বিস্ফোরণ হয়। এলাকায় অশান্তি পাকাতে বোমা মজুত করেছিল। পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক।’ তবে এলাকার সিপিএম নেতৃত্বের দাবি, শ্যামল ঘোষ সিপিএম কর্মী নয়। ঘটনার সঙ্গে সিপিএমের কোন যোগ নেই। পুলিশের প্রাথমিক অনুমান, মজুত বোমা থেকেই বিস্ফোরণ হয়েছে। কেতুগ্রামেরই পালিটা গ্রামের একটি বাড়ির পিছন থেকে একটি কৌটো বোমা উদ্ধার করেছে পুলিশ।
❤ Support Us