Advertisement
  • দে । শ
  • মে ৮, ২০২৪

ভোট পরবর্তী সন্ত্রাস মুর্শিদাবাদে। গুলিবিদ্ধ তিন শিশু, মহিলা সহ একাধিক

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোট পরবর্তী সন্ত্রাস মুর্শিদাবাদে। গুলিবিদ্ধ তিন শিশু, মহিলা সহ একাধিক

ভোট পরবর্তী সন্ত্রাসে ফের উত্তপ্ত মুর্শিদাবাদ। ভগবানগোলার রানিতলা থানার হোসনাবাদ গ্রামে বাম- কংগ্রেস জোট কর্মীদের ওপর বন্দুক ও ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। শাসকদল আশ্রিত দুষ্কৃতীদের দিকেই অভিযোগ বিরোধীদের। গুলিবিদ্ধ হয়েছে তিন শিশু সহ একাধিক। তাদের ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। ওই জেলাতেই ইসলামপুরের পাহাড়পুরে সিপিএম সমর্থক পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযোগের তীর স্থানীয় তূণমূল পঞ্চায়েত সদস্য ও সঙ্গীদের বিরুদ্ধে। গন্ডোগোল আটকাতে ৪৫ বছরের মহিলা, তনুজা বিবি জখম হয়েছেন। জানা গেছে পাহারপুড় গ্রাম পঞ্চায়েতের সদস্য সাজাহান শেখ তাঁর দলবল নিয়ে সেখানকার বাম- কংগ্রেস জোট সমর্থকদের ওপর চড়াও হয় ।

গতকালই মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর লোকসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হয় । তার আগে থেকেই ওই অঞ্লে বোমা উদ্বার এবং সংঙ্ঘর্ষের অভিযোগ উঠেছে বারবার ।

এই আবহেই দলীয় প্রার্থী ইউসুফ পাঠানের সমর্থনে বহরমপুরে রোড-শো তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় । বুধবার দুপুর আড়াইটে নাগাদ বহরমপুর ব্যারাক স্কোয়ার মাঠের অস্থায়ী হ্যালিপ্যাডে নেমে সেখন থেকেই রোড-শো শুরু করেন তিনি । অন্যদিকে এই লোকসভার বাম-কংগ্রেস জোট প্রার্থী অধীর চৌধুরীও বেশ কয়েকটি সভা করছেন । আগামী ১৩ মে বহরমপুর আসনে হবে নির্বাচন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!