- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২, ২০২৩
গ্রিন ট্রাইবুনালের অনুমতি মিললেই স্বমহিমায় ফিরবে পৌষমেলা
সময়ের অভাবে ছোট করে এই বছর আবার শান্তিনিকেতনে পৌষমেলা হবে। ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের অনুমতির জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপেক্ষা করছে। বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে মেলা প্রসঙ্গে দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্বভারতীর কর্মসমিতির সদস্যরা।
উপাচার্য পদে বিদ্যুৎ চক্রবর্তীর অবসরের পর আবার শান্তিনিকেতনে পৌষ মেলা হতে চলেছে। বিশ্বভারতী কর্তৃপক্ষ প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “পৌষ মেলা নিয়ে কর্মসমিতির বৈঠক ইতিবাচক হয়েছে। সকলেই পৌষমেলা নিয়ে আশাবাদী। তবে পরিবেশ আদালতের কিছু নিয়মবিধি রয়েছে। নির্দেশিকা মিললেই ছোট করে হলেও মেলার প্রস্তাব নেওয়া হয়েছে।”
বৈঠকে ভারপ্রাপ্ত উপাচার্য, রাজ্যপালের মনোনীত প্রতিনিধি, রেজিস্ট্রার-সহ বিভিন্ন বিভাগের ৪ জন অধ্যক্ষ-সহ ৮ সদস্য উপস্থিত ছিলেন। এর মধ্যে দু’জন সদস্য সরাসরি উপস্থিত না থাকলেও অনলাইনে বৈঠকে অংশ নিয়েছেন। বৈঠকে মেলা করার প্রশ্নে সর্বসম্মতিক্রমে রায় দিয়েছে কর্মসমিতির অধিকাংশ সদস্যই। তবে হাতে সময় কম থাকার মেলার আকার ও কতবড় করে হতে পারে তা নিয়ে আলোচনা হয়েছে। ঠিক হয়েছে, পরিবেশ আদালত থেকে নতুন নির্দেশিকা পাওয়ার পরই দ্রুত পৌষ মেলার প্রস্তুতি শুরু করবে বিশ্বভারতী কর্তৃপক্ষ। মেলা নিয়ে রাজ্য ও জেলা প্রশাসনের সঙ্গেও বৈঠক করা হবে।
বিদ্যুৎ চক্রবর্তী উপাচার্য থাকাকালীন শান্তিনিকেতনের ঐতিহ্য পৌষমেলা বন্ধ হয়ে যায় । বিশ্বভারতী থেকে বিদ্যুৎ চক্রবর্তী অবসর নেওয়ার পরই এবছর পৌষমেলার আয়োজনের তোড়জোড় শুরু হল। বিশ্বভারতী কর্তৃপক্ষের সঙ্গে শান্তিনিকেতন ট্রাস্টের বৈঠকে মেলা করার লক্ষ্যে সদর্থক ছিল দুই পক্ষ। তবে পরিকাঠামোগত প্রস্তুতি সেরে আদৌ মেলা করা সম্ভব কি না, বিশ্বভারতী কর্তৃপক্ষ তা নিয়ে চিন্তায় ছিল। শুক্রবার কর্মসমিতির বৈঠকে মেলা করার পক্ষেই মত প্রকাশ করেছেন সবাই।
দুজন সদস্য পরিকাঠামো, অল্প সময়, পূর্বের আইনি জটিলতার প্রসঙ্গে পৌষমেলা নিয়ে আরও ভাবনাচিন্তার প্রয়োজন বলে দাবি করেন। সর্বশেষে দীর্ঘ বৈঠকের পর সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয় অল্প সময়ে প্রতিবন্ধকতার মধ্যেও মেলা করার জন্য অবিলম্বে প্রস্তুতি শুরু করা হবে। পরিকাঠামোগত যে সমস্ত সহায়তা প্রয়োজন তা সম্পন্ন করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এখন দেখার, বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট কতটা সমর্থ হয় মেলার পরিকাঠামো গড়ে তুলতে। তবে আসার কথা একটাই শান্তিনিকেতনের ঐতিহ্য মেনে আবার পৌষ মেলা হতে চলেছে।
❤ Support Us