শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ওয়ার্ল্ড গেমস অ্যাথলিট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডের ভূষিত হলেন ভারতের হকি দলের বর্ষীয়ান গোলরক্ষক পিআর শ্রীজেশের এর মাথায়। ২০২১ সালে দুরন্ত পারফরম্যান্সের কারণে এই পুরস্কারে ভূষিত হলেন শ্রীজেশ। তিনি দ্বিতীয় ভারতীয় হিসাবে এই পুরস্কার পেলেন। এর আগে ২০১৯-এ দুরন্ত পারফরম্যান্স করার জন্য ২০২০ সালে ভারতের মহিলা হকি দলের অধিনায়ক রানি রামপাল প্রথম ভারতীয় হিসাবে এই পুরস্কার পেয়েছিলেন।
শ্রীজেশের সঙ্গে এই পুরস্কার পাওয়ার দৌড়ে ছিলেন স্পেনের স্পোর্ট ক্লাইম্বার আলবার্তো গিনেস লোপেজ এবং ইতালির উসু খেলোয়াড় মিশেল জিওর্দানো। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জপদক জয়ী ভারতীয় হকি তারকা ভোট পেয়েছেন ১,২৭,৬৪৭টি। অপরদিকে দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা লোপেজ ও জিওর্দানো পেয়েছেন যথাক্রমে ৬৭,৪২৮টি এবং ৫২,০৪৬টি ভোট।
পুরস্কৃত হওয়ার পর শ্রীজেশ বলেছেন, ‘এই পুরস্কার পেয়ে আমি গর্বিত । সবার আগে এফআইএইচকে ধন্যবাদ দিতে চাই । একইসঙ্গে বিশ্ব জুড়ে সমগ্র ভারতীয় হকিপ্রেমীদের ধন্যবাদ আমাকে সার্পোট করার জন্য। মনোনীত হয়ে আমি আমার কাজটা করেছিলাম। বাকি কাজটা করেছেন আমার সমর্থক এবং হকিপ্রেমীরা। তাই আমি মনে করি, এই পুরস্কার আমার থেকেও তাঁদের বেশি প্রাপ্য।’ তিনি আরও বলেছেন, এটি ভারতীয় হকির জন্যও একটি বড় মুহূর্ত। কারণ, বিশ্বের সমস্ত হকি ফেডারেশন তাঁকে ভোট দিয়েছেন। বিশ্বের সমগ্র হকি পরিবারের কাছ থেকে সমর্থন পাওয়াটা বেশি আনন্দের। আমি ব্যক্তিগত পুরস্কারে বিশ্বাস করি না। কারণ, আমি একটা দলের অংশ। সেই কারণে এই পুরস্কার সবাইকে উৎসর্গ করছি।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34