Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ১৮, ২০২৪

‌বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে আনন্দকে টপকে এখন ভারতের একনম্বর দাবাড়ু প্রজ্ঞানন্দ

আরম্ভ ওয়েব ডেস্ক
‌বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে আনন্দকে টপকে এখন ভারতের একনম্বর দাবাড়ু প্রজ্ঞানন্দ

গত বছর আগস্টে মাত্র ১৮ বছর বয়সেই বিশ্বকাপ দাবার ফাইনালে উঠে চমক দিয়েছিলেন রমেশবাবু প্রজ্ঞানন্দ। সবথেকে কম বয়সে বিশ্বকাপ দাবার ফাইনালে ওঠার রেকর্ড গড়েছিলেন। এবার আরও একটা বড় চমক দিলেন এই ভারতীয় গ্র‌্যান্ডমাস্টার। বুধবার হল্যান্ডের উইক অ্যান জি–তে অনুষ্ঠিত টাটা স্টিল মাস্টার্স দাবার চতুর্থ রাউন্ডে হারিয়ে দিয়েছেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন চিনের ডিং লিরেনকে।
বিশ্বনাথন আনন্দের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নকে হারালেন প্রজ্ঞানন্দ। ডিং লিরেনকে হারানোর পাশাপাশি আরও একটা নজির গড়েছেন। ফিডের লাইভ রেটিংয়ে পেছনে ফেলে দিয়েছেন বিশ্বনাথন আনন্দকে। বিশ্ব চ্যাম্পিয়ন আনন্দকে পেছনে ফেলেছেন প্রজ্ঞানন্দ। বর্তমানে তিনিই ভারতের একনম্বর দাবাড়ু।
ডিং লিরেনকে হারানোর সঙ্গে সঙ্গে ফিডে লাইভ রেটিংয়ে প্রজ্ঞার ঝুলিতে রয়েছে ২৭৪৮.৩ পয়েন্ট। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দের পয়েন্ট ২৭৪৮। ০.‌৩ পয়েন্ট এগিয়ে থেকে ভারতের ১ নম্বর দাবাড়ুর সিংহাসন থেকে কিংবদন্তি আনন্দকে সরিয়ে দিয়েছেন প্রজ্ঞানন্দ।
হল্যান্ডের এই প্রতিযোগিতায় শুরুটা খুব একটা ভাল হয়নি প্রজ্ঞানন্দর কাছে। প্রথম তিনটি রাউন্ডেই ড্র করেছিলেন। চতুর্থ রাউন্ডে কালো ঘুঁটি নিয়ে প্রথম থেকেই চাপে রেখেছিলেন ডিং লিরেনকে। চাপ বজায় রেখে শেষ পর্যন্ত জিতে নেন প্রজ্ঞানন্দ। বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে তাঁর পয়েন্ট ২.‌৫। চলতি টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় প্রজ্ঞানন্দ রয়েছেন তৃতীয় স্থানে। ডিং লিরেনকে অবশ্য এই প্রথম হারালেন না প্রজ্ঞানন্দ। গতবছর এই প্রতিযোগিতাতেই কালো ঘুঁটি নিয়ে লিরেনকে হারিয়েছিলেন তিনি। বিশ্বচ্যাম্পিয়নকে হারিয়ে প্রজ্ঞানন্দ বলেন, ‘‌লিরেনকে হারানো স্বপ্নের মতো। সেটা করতে পেরে দারুণ লাগছে। গতবছর বিশ্বকাপে ম্যাগনাস কার্লসেনের কাছে হেরে রানার্স হয়েছিলেন প্রজ্ঞানন্দ। বিশ্বকাপে রানার্স হওয়ার সুবাদে এপ্রিলে ক্যান্ডিডেটস দাবায় খেলার ছাড়পত্র আদায় করে নিয়েছেন।
মাস্টার্স গ্রুপে আপাতত পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন ডাচ প্লেয়ার অনীশ গিরি। তিনি ভারতীয় গ্র্যান্ডমাস্টার ডি গুকেশকে হারিয়ে ৩.৫ পয়েন্টে পৌঁছে গিয়েছেন। দ্বিতীয় স্থানে ৩ পয়েন্ট নিয়ে রয়েছেন আলিরেজা ফিরৌজা। বৃহস্পতিবার প্রজ্ঞানন্দ খেলবেন অনীশের বিরুদ্ধে। প্রজ্ঞা, গুকেশ ছাড়াও এই টুর্নামেন্টে ভারতীয়দের মধ্যে খেলছেন বিদিত গুজরাতি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!