Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • সেপ্টেম্বর ৬, ২০২৩

‌প্রথম দিনেই ১০০–কোটির ব্যবসা করবে ‘‌জওয়ান’‌?‌ জল্পনা তুঙ্গে

আরম্ভ ওয়েব ডেস্ক
‌প্রথম দিনেই ১০০–কোটির ব্যবসা করবে ‘‌জওয়ান’‌?‌ জল্পনা তুঙ্গে

২০১৮ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘‌জিরো’‌। চার বছর পর যখন ‘‌পাঠান’‌ হয়ে প্রত্যাবর্তন করেছিলেন শাহরুখ খান, উন্মাদনার জোয়ারে ভেসে গিয়েছিলেন শাহরুখ অনুরাগীরা। মুক্তির দিনেই ৫৭ কোটি টাকার ব্যবসা করেছিল ‘‌পাঠান’‌। বৃহস্পতিবার গোটা দেশে মুক্তি পেতে চলেছে কিং খানের ‘‌জওয়ান’‌। প্রথম দিনেই কি ১০০ কোটি টাকার ব্যবসা করবে?‌ ১০০ কোটির মাইলস্টোন স্পর্শ করবে কিনা সময়ই বলবে, তবে ‘‌জওয়ান’‌ যে ‘‌পাঠান’‌–এর রেকর্ড ভাঙবে, এমনই ভবিষ্যদ্বাণী বক্স অফিসের। অ্যাটলি পরিচালিত ‘‌জওয়ান’‌–এ শাহরুখ ছাড়াও নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা এবং রিধি ডোগরা গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন।
বুক মাই শো–র হিসেব বলছে, ইতিমধ্যেই সারা দেশে ৭৫ লক্ষেরও বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। যে পরিমান অগ্রিম বুকিং হয়েছে, তা দেখে বিশেষজ্ঞরা মনে করছেন, শাহরুখ খান তাঁর নিজের রেকর্ডই (পাঠান) ভাঙবেন। প্রযোজক এবং চলচ্চিত্র বিশ্লেষক গিরিশ জোহর জওয়ানের ভবিষ্যদ্বানী, প্রথম দিনেই ১০০ কোটি টাকার ব্যবসা করবে ‘‌জওয়ান’‌। তিনি আরও ভবিষ্যদ্বানী করেছেন যে, প্রথম সপ্তাহেই ৩০০ কোটির বেশি টাকা ব্যবসা করবে। গিরিশ জোহর বলেন, ‘‌প্রথম দিনে ১০০ কোটির ব্যবসা আশা করছি। বিদেশী বাজার থেকে প্রায় ৪০ কোটি এবং দেশীয় বাজার থেকে ৬০ কোটির ব্যবসা হওয়া উচিত। প্রথম দিন যদি ১০০ কোটির ব্যবসা হয়, তাহলে সপ্তাহান্তে মোট ৩৫০ থেকে ৪০০ কোটি টাকার ব্যবসা হবে।
PVR INOX Ltd‌–এর নির্বাহী পরিচালক সঞ্জীব কুমার বিজলির মতে, প্রথম সপ্তাহে ‘‌জওয়ান’‌ ৬৫ কোটি টাকার ব্যবসা করবে। তিনি বলেন, ‘‌শুধু আমাদের সার্কিটেই প্রায় আড়াই লাখ টিকিট বুক করা হয়েছে। আমার অনুমান, প্রথম দিন সমস্ত ভারতীয় বক্স অফিসে ৬৫ কোটি টাকার ব্যবসা করবে। আর এক সপ্তাহে ২৩০ কোটিয় পৌঁছবে।’‌
মিরাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের এমডি অমিত শর্মা কলকাতা এবং জয়পুরের প্রেক্ষাগৃহে সকাল ৫টা এবং ৬টা ছবির শো নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘‌মিরাজ সিনেমাসে জওয়ানকে ঘিরে অভূতপূর্ব উত্তেজনা দেখে আমরা রোমাঞ্চিত। জনসাধারণের অত্যধিক চাহিদার কারণে, আমরা কলকাতায় একটি হিন্দি ছবির জন্য সকাল ৫টায় শো যোগ করে নতুন ভিত্তি ভেঙেছি, এটি আমাদের সিনেমার ইতিহাসে প্রথম। জয়পুরে সকাল ৬টায় শো করা হচ্ছে।’‌ মুম্বইয়ের মিরাজ সিনেমাসে বৃহস্পতিবার সকাল ৬টার একটি শো নিশ্চিত করেছেন তিনি। মিরাজ সিনেমাসে উদ্বোধনী দিনে মোট ২৮ হাজার টিকেট বিক্রি হয়েছে।
PVR-INOX মোট বুকিং করেছে এবং প্রায় ৪০% অগ্রিম বুকিং করা হয়েছে জাওয়ানের তামিল এবং তেলেগু সংস্করণের জন্য। সারা দেশে বুক করা প্রথম দিনের মোট টিকিটের ৩০% টিকেট। Sacnilk.com এর একটি প্রতিবেদন অনুসারে, জওয়ান শুধুমাত্র মঙ্গলবার পর্যন্ত ভারতে তার উদ্বোধনী দিনের জন্য 7 লাখেরও বেশি টিকিট বিক্রি করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!