Advertisement
  • প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২, ২০২৪

ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জোড়া পদক, ইতিহাস গড়লেন প্রীতি

আরম্ভ ওয়েব ডেস্ক
ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জোড়া পদক, ইতিহাস গড়লেন প্রীতি

প্যারিস প্যারালিম্পিকে ইতিহাস প্রীতি পালের। আগেই মহিলাদের টি–৩৫ বিভাগে ১০০ মিটারে ব্রোঞ্জ জিতেছিলেন উত্তরপ্রদেশের এই প্যারা অ্যাথলিট। এবার মহিলাদের টি–৩৫ বিভাগে ২০০ মিটারেও ব্রোঞ্জ জিতেছেন প্রীতি। আর দ্বিতীয় ব্রোঞ্জ জিতে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ট্র‌্যাক অ্যান্ড ফিল্ডে দুটি পদক জিতে ইতিহাস তৈরি করেছেন। অবনী লেখরার পর প্যারিসে দুটি পদক পেলেন প্রীতি।

২০০ মিটারে ব্রোঞ্জ জেতার পথে প্রীতি সময় নিয়েছেন ৩০.‌০১ সেকেন্ড। এই বিভাগে সোনা জিতেছেন চীনেক ঝৌ শিয়া। তিনি সময় নিয়েছেন ২৮.‌১৫ সেকেন্ড। রুপোও গেছে চীনের দখলে। ২৯.‌০৯ সেকেন্ড সময় নিয়ে রুপো জিতেছেন গুয়ো কিনকিয়ান। প্যারিস প্যারালিম্পিকে অবনী লেখারা দুটি পদক জিতলেও প্রীতির আগে আর কোনও প্যারা অ্যাথলিট ট্র্যাক অ্যান্ড ফিল্ডে একই প্যারালিম্পিক্স থেকে জোড়া পদক ঝুলিতে ভরতে পারেননি। এখনও অবধি চলতি প্যারালিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দুটি পদক এসেছে ভারতের ঘরে। দুটিই জিতেছেন প্রীতি।

উত্তরপ্রদেশের মুজাফফরনগরের কৃষক পরিবারের মেয়ে প্রীতির জন্মের পর থেকেই শরীরের নীচের অংশ দুর্বল। পায়ের শক্তি বাড়ানোর জন্য ৫ বছর বয়স থেকে ‘‌ক্যালিপার’‌–এর সাহায্য নিতে হয়েছে। ১৭ বছর বয়সে প্রীতির জীবন অন্যদিকে মোড় নেয়। সোশ্যাল মিডিয়ায় তিনি প্যারালিম্পিক দেখেন। আকৃষ্ট হন খেলার প্রতি। প্যারা অ্যাথলিট ফতিমা খাতুনের হাত ধরে তাঁর অ্যাথলেটিক্সে আসা। ২০১৮ সাল থেকে তিনি রাজ্য ও জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নিতে থাকেন নিয়মিত। গত বছর চিনে এশিয়ান প্যারা গেমসে তিনি ১০০ ও ২০০ মিটারে চতুর্থ হন। এরপর দিল্লিতে গজেন্দ্র সিংয়ের কাছে তিনি প্রশিক্ষণ নেন। রামিং টেকনিকের খামতি মিটিয়ে প্রীতি ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১০০ ও ২০০ মিটারে ব্রোঞ্জ জেতেন। টার্গেট অলিম্পিক পোডিয়াম স্কিমের মাধ্যমে ট্রেনিংয়ের জন্য আর্থিক সহায়তাও পেয়েছেন প্রীতি।

এদিকে, হাইজাম্পে রুপো জিতেছেন নিশাদ কুমার। টোকিওর পর প্যারিস প্যারালিম্পিকেও হাই জাম্পে তিনি পদক জিতলেন। এক সময় নিশাদই সকলের থেকে এগিয়ে ছিলেন। শেষ পর্যন্ত ২.০৪ মিটার লাফিয়ে রুপো পেলেন। সোনা জিতেছেন প্যারালিম্পিকে তিনবারের সোনাজয়ী রডেরিক টাউনসেন্ডরবার্টস। তিনি ২.১২ মিটার লাফান। নিশাদের এই পদক জয়ে প্যারালিম্পিকে হাই জাম্পের ইতিহাসে ভারতের পদকের সংখ্যা বেড়ে হল ৭। চলতি প্যারালিম্পিক্সেও ভারতের পদকের সংখ্যা আপাতত ৭টি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!