- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ১, ২০২৪
পয়লা এপ্রিল থেকে বাড়ল ৮০০টি ওষুধের দাম
আজ থেকেই বাড়ছে ওষুধের দাম । ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ১ এপ্রিল থেকে ৮০০টি ওষুধের নতুন দাম লাগু হবে । তালিকায় রয়েছে রক্তচাপ, মধুমেহ, কোলেস্টেরল নিয়ন্ত্রণের জীবনদায়ী ওষুধও । এছাড়া স্টেরয়েড, অ্যন্টিবায়োটিক ও পেইনকিলারেরও দাম বাড়ছে । দফায় দফায় এভাবে ওষুধের মূল্যবৃদ্ধিতে দুশ্চিন্তায় সাধারণ নাগরিকরা ।
নতুন অর্থবর্ষের শুরুতেই ০.০০৫৫ শতাংশ বৃদ্ধি করা হচ্ছে ওষুধের দাম । গত দুই অর্থবর্ষে যথাক্রমে ১২ এবং ১০ শতাংশ হারে দাম বৃদ্ধি পেয়েছিল ওধুধের । এনপিপিএ-র তরফে জানানো হয়েছে, শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অধীন উপদেষ্টামণ্ডলীর সুপারিশ মেনেই ওষুধের নতুন দাম নির্ধারিত করা হয়েছে ।
রবিবারই ওষুধের দাম বৃদ্ধির সিদ্ধান্তের সমালোচনা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় । রাজনৈতিক মদতেই বাড়ছে জীবনদায়ী ওষুধের দাম এই অভিযোগের পাশাপাশি নির্বাচনী বন্ডে বিজেপির তহবিলে ফার্মা সংস্থার বিনিয়োগ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে । বিরোধীদের দাবি সেই টাকা তুলতেই এবার সাধারণের ওপর কোপ বসাচ্ছে ওষুধ নির্মাতারা ।
❤ Support Us