Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ১৩, ২০২৩

কৃত্তিম বুদ্ধিমত্তা জঙ্গিদের হাতিয়ার না হয়, আশঙ্কা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী, এআই ব্যবহারে প্রয়োজন নির্দিষ্ট প্রোটোকল-এর দাবি মোদির

আরম্ভ ওয়েব ডেস্ক
কৃত্তিম বুদ্ধিমত্তা জঙ্গিদের হাতিয়ার না হয়, আশঙ্কা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী, এআই ব্যবহারে প্রয়োজন নির্দিষ্ট প্রোটোকল-এর দাবি মোদির

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্তিম বুদ্ধিমত্তা নিয়ে দিল্লিতে আয়োজিত গ্লোবাল পার্টনারশিপ সামিটে বিশ্বজুড়ে নৈতিকভাবে এআই ব্যবহারের পক্ষে সওয়াল করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দাবি, একবিংশ শতাব্দীতে বিজ্ঞানের বড় প্রাপ্তি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই। তবে একই সঙ্গে এই শতাব্দী ধ্বংসেরও বড় হাতিয়ার এই আধুনিক প্রযুক্তি।

প্রধানমন্ত্রী বলেন, “ডিপফেক, সাইবার নিরাপত্তা, ব্যক্তিগত ডেটা চুরি-সহ নানা বিষয় রুখে দেওয়াটা এখন রক্ত বড় চ্যালেঞ্জ। এর সঙ্গে এবার যুক্ত হয়েছে এআই। যা জঙ্গিদের হাতে পড়লে দেশের নিরাপত্তার জন্য তা রীতিমতো উদ্বেগের হয়ে উঠছে। জঙ্গিগোষ্ঠীগুলি যদি এআই-কে হাতিয়ার হিসেবে ব্যবহার করে, তাহলে তা গোটা বিশ্বের নিরাপত্তার কাছেই ত্রাস হয়ে দাঁড়াবে। এমনটা যাতে না হয়, তা নিশ্চিত করতে আমাদের এআই -এর অপব্যবহার বন্ধ করার জন্য নির্দিষ্ট পদক্ষেপ করতে হবে।”

এআই নিয়ে প্রধানমন্ত্রী জি-২০ সম্মেলনেও একই রকম প্রস্তাব দেন। তাঁর কথায়, যেভাবে নানা আন্তর্জাতিক ইস্যুতে নানা প্রোটোকল মেনে একটি সিদ্ধান্তে আসা হয় কিংবা চুক্তি করা হয়, এআইয়ের ক্ষেত্রেও সেভাবেই বিষয়টি নিয়ে ভাবতে হবে। ভারত যে এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করবে, সে বার্তাও দেন মোদি। এই প্রযুক্তির ব্যবহারে যাতে বিজ্ঞানের দুনিয়ায় আরও উন্নতি ঘটানো যায়, তার জন্য ভারত শীঘ্রই এআই  মিশন শুরু করবে বলেও জানান জানান প্রধানমন্ত্রী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!