শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সেলফি তোলা নিয়ে ধুন্ধুমার কান্ড। বড় রকমের বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেলেন ভারতীয় দলের ওপেনার পৃথ্বী শ। নিগৃহীত হওয়ার হাত থেকে তিনি বাঁচলেও রক্ষা পায়নি পৃথ্বীর বন্ধুর বিলাসবহুল গাড়ি। ভাঙচুর করা হয়েছে তাঁর বন্ধুর বিএমডব্লু গাড়ি।
ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের একটি হোটেলে। সান্তাক্রুজের এক পাঁচতারা হোটেলে বন্ধুদের নিয়ে নৈশভোজে গিয়েছিলেন পৃথ্বী। তাঁর কাছে এসে দুজন সেলফি তোলার অনুরোধ করেন। পৃথ্বী তাঁদের সঙ্গে ছবিও তোলেন। কিছুক্ষণ পর তাঁরা আরও কয়েকজনকে নিয়ে এসে আবার সেলফি তোলার অনুরোধ করেন। এবার পৃথ্বী রাজি হননি। পৃথ্বী তাঁদের বলেন, বন্ধুদের নিয়ে তিনি সেখানে ডিনার করতে এসেছেন। এভাবে তাঁকে যেন বিরক্ত করা না হয়। তখন পৃথ্বীর বন্ধু হোটেলের ম্যানেজারকে ডেকে বিষয়টি জানান। এরপরই যারা পৃথ্বীকে সেলফি তোলার অনুরোধ করেছিলেন তাঁদের হোটেল থেকে বার করে দেওয়া হয়।
নৈশভোজ সেরে পৃথ্বীরা বাইরে বেরিয়ে দেখেন, যাদের হোটেল থেকে করে দেওয়া হয়েছিল তাঁরা বেসবল ব্যাট হাতে দাঁড়িয়ে। এরপর তাঁরা বেসবল ব্যাট দিয়ে পৃথ্বীর বন্ধুর বিএমডব্লু গাড়ির সামনের কাঁচ ও রেয়ার উইন্ডো ভাঙচুর করে। পৃথ্বীর দিকেও এগিয়ে যায়। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পৃথ্বীকে অন্য একটি গাড়িতে তুলে পাঠানো হয়। এরপরও অভিযুক্তরা পৃথ্বীদের ধাওয়া করতে থাকে। যোগেশ্বরীর লোটাস পেট্রোল পাম্পের কাছে পৃথ্বীদের গাড়ি দাঁড় করানো হয়। এরপর এক মহিলা এসে হুমকি দেন, তাঁকে ৫০ হাজার টাকা দিতে হবে, না হলে মিথ্যা অভিযোগ দায়ের করা হবে।
হামলাকারীদের হাত থেকে উদ্ধার হওয়ার পর পৃথ্বীর বন্ধু আশিস সুরেন্দ্র যাদব ওশিওয়াড়া থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা রুজু করেছে। বেআইনি জমায়েত, অস্ত্র নিয়ে হামলার মতো অপরাধে ১৪৩, ১৪৮, ১৪৯, ৩৮৪, ৪৩৭, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করে অভিযুক্তদের তল্লাশি চালাচ্ছে পুলিশ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34