- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১, ২০২৪
দীর্ঘ ৬ মাস পর বাংলার বিরুদ্ধে রনজি ম্যাচে মাঠে নামছেন পৃথ্বী শ
গত বছর আগস্টে নর্দাম্পটনশায়ারের হয়ে কাউন্ডি ক্রিকেট খেলতে গিয়ে হাঁটুতে চোট পেয়েছিলেন। তারপর থেকেই মাঠের বাইরে। অবশেষে ৬ মাস মাঠের বাইরে থাকার পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন পৃথ্বী শ। শুক্রবার থেকে ইডেনে বাংলার বিরুদ্ধে রনজি ট্রফিতে মুম্বইয়ের হয়ে মাঠে নামছেন একসম ভারতীয় দলের হয়ে খেলা এই ক্রিকেটার।
শুক্রবার থেকে ইডেনে শুরু হয়ে বাংলা–মুম্বই রনজি ম্যাচ। আগের ম্যাচে ঘরের মাঠে উত্তরপ্রদেশের কাছে হারতে হয়েছিল মুম্বইকে। উত্তরপ্রদেশের কাছে হেরেই শক্তিবৃদ্ধি ঘটাল মুম্বই। বাংলা ম্যাচের জন্য দলে রাখা হয়েছে পৃথ্বী শ–কে। গ্রুপশীর্ষে থাকা মুম্বই এই ম্যাচ জিতলেই নকআউট যাওয়ার ছাড়পত্র নিশ্চিত করে ফেলবে। নকআউটে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে গেলে বাংলাকেও জিততে হবে।
হাঁটুতে চোট পাওয়ার পর লন্ডনেই অস্ত্রোপচার করিয়েছিলেন পৃথ্বী। তিন মাস ধরে রিহ্যাব করেন। গত সপ্তাহে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্ট দেন। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকরা পৃথ্বীকে খেলার ছাড়পত্র দিয়েছে। ২০২১ সালের জুলাইয়ে শেষবার দেশের হয়ে মাঠে নেমেছিলেন পৃথ্বী। গত বছর রঞ্জিতে ১০ ইনিংসে ৫৯৫ রান করেছিলেন। অসমের বিরুদ্ধে ৩৮৩ বলে ৩৮৭ রানের ইনিংসও খেলেন, যা রঞ্জিতে ব্যক্তিগত সর্বাধিক রানের বিচারে দ্বিতীয়। এবারও তাঁর ব্যাটের দিকে তাকিয়ে মুম্বই।
এদিকে, আসামের বিরুদ্ধে জেতা দলের প্রথম একাদশে পরিবর্তন করছে বাংলা। সুমন দাসের জায়গায় দলে ঢুকছেন ঈশান পোড়েল। এই ম্যাচেও অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমার, আকাশ দীপ, শাহবাজ আহমেদদের পাচ্ছে না বাংলা। গুরুত্বপূর্ণ ৪ জন সদস্যকে ছাড়াই দল যেভাবে খেলছে তাতে সন্তুষ্ট বাংলার অধিনায়ক মনোজ তেওয়ারি।
এবছর বারবারা প্রতিকূল আবহাওয়ার মুখে পড়তে হয়েছে বাংলা। ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস বাংলা শিবিরকে চিন্তায় রাখছে। কেন না, মুম্বই ম্যাচে প্রথম ইনিংসের লিড যেমন জরুরি, তেমনই পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করতে পুরো পয়েন্ট পেতে হবে। বৃষ্টি বা কম আলো খেলায় বিঘ্ন ঘটালে বাংলার পক্ষে সরাসরি জয় পাওয়া অসম্ভব হবে।
শুক্রবার থেকে ইডেনে শুরু হয়ে বাংলা–মুম্বই রনজি ম্যাচ। আগের ম্যাচে ঘরের মাঠে উত্তরপ্রদেশের কাছে হারতে হয়েছিল মুম্বইকে। উত্তরপ্রদেশের কাছে হেরেই শক্তিবৃদ্ধি ঘটাল মুম্বই। বাংলা ম্যাচের জন্য দলে রাখা হয়েছে পৃথ্বী শ–কে। গ্রুপশীর্ষে থাকা মুম্বই এই ম্যাচ জিতলেই নকআউট যাওয়ার ছাড়পত্র নিশ্চিত করে ফেলবে। নকআউটে যাওয়ার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে গেলে বাংলাকেও জিততে হবে।
হাঁটুতে চোট পাওয়ার পর লন্ডনেই অস্ত্রোপচার করিয়েছিলেন পৃথ্বী। তিন মাস ধরে রিহ্যাব করেন। গত সপ্তাহে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ফিটনেস টেস্ট দেন। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকরা পৃথ্বীকে খেলার ছাড়পত্র দিয়েছে। ২০২১ সালের জুলাইয়ে শেষবার দেশের হয়ে মাঠে নেমেছিলেন পৃথ্বী। গত বছর রঞ্জিতে ১০ ইনিংসে ৫৯৫ রান করেছিলেন। অসমের বিরুদ্ধে ৩৮৩ বলে ৩৮৭ রানের ইনিংসও খেলেন, যা রঞ্জিতে ব্যক্তিগত সর্বাধিক রানের বিচারে দ্বিতীয়। এবারও তাঁর ব্যাটের দিকে তাকিয়ে মুম্বই।
এদিকে, আসামের বিরুদ্ধে জেতা দলের প্রথম একাদশে পরিবর্তন করছে বাংলা। সুমন দাসের জায়গায় দলে ঢুকছেন ঈশান পোড়েল। এই ম্যাচেও অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমার, আকাশ দীপ, শাহবাজ আহমেদদের পাচ্ছে না বাংলা। গুরুত্বপূর্ণ ৪ জন সদস্যকে ছাড়াই দল যেভাবে খেলছে তাতে সন্তুষ্ট বাংলার অধিনায়ক মনোজ তেওয়ারি।
এবছর বারবারা প্রতিকূল আবহাওয়ার মুখে পড়তে হয়েছে বাংলা। ইডেনে মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পূর্বাভাস বাংলা শিবিরকে চিন্তায় রাখছে। কেন না, মুম্বই ম্যাচে প্রথম ইনিংসের লিড যেমন জরুরি, তেমনই পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল করতে পুরো পয়েন্ট পেতে হবে। বৃষ্টি বা কম আলো খেলায় বিঘ্ন ঘটালে বাংলার পক্ষে সরাসরি জয় পাওয়া অসম্ভব হবে।
❤ Support Us