Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২২, ২০২৪

‌কুস্তিতে ভিনেশের পর রিলে রেস ওয়াকিংয়ে প্যারিস অলিম্পিকের ছাড়পত্র প্রিয়াঙ্কা–অক্ষদীপের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌কুস্তিতে ভিনেশের পর রিলে রেস ওয়াকিংয়ে প্যারিস অলিম্পিকের ছাড়পত্র প্রিয়াঙ্কা–অক্ষদীপের

যাবতীয় বিতর্ক পেছনে ফেলে প্যারিস অলিম্পিকের ছাড়পত্র আদায় করে নিয়েছেন ভারতীয় মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগাট। ভিনেশ ফোগাটের পর আরও দুই ভারতীয় পেলেন অলিম্পিকের ছাড়পত্র। তবে কুস্তিতে নয়, ২০ কিমি মিশ্র রিলে রেস ওয়াকে অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছেন প্রিয়াঙ্কা গোস্বামী ও অক্ষদীপ সিং। রবিবার তুরস্কের আন্টালিয়ায় বিশ্ব রেস ওয়াকিং চ্যাম্পিয়নশিপে ১৮ তম স্থান দখল করে ভারতের জন্য কোটা নিশ্চিত করেছেন তাঁরা।

কিরঘিজস্তানে এশীয় অলিম্পিক যোগ্যতা অর্জন পর্বে ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে কাজাখস্তানের লরা গানিকিজিকে হারানোর পর প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত হয়ে যায় ভিনেশ ফোগাটের। ৫৩ কেজি বিভাগে অংশু মালিক, ৭৩ কেজি বিভাগে রিতিকাও অলিম্পিকের ছাড়পত্র পেয়েছেন। ৫৩ কেজি বিভাগে অংশু সেমিফাইনালে হারান উজবেকিস্তানের লালোকব সোরোইরোভাকে। অন্যদিকে, ৭৩ কেজি বিবাগের সেমিফাইনালে রিতিকা হারান চীনের জুয়াং ওয়াংকে।

বিশ্ব রিলে রেস প্রতিযোগিতায় ২০ কিমি মিশ্র রিলে রেসে ১৮ তম স্থানে শেষ করে প্যারিসের ছাড়পত্র পেয়েছে প্রিয়াঙ্কা–অক্ষদীপ জুটি। তাঁরা সময় নিয়েছেন ৩ ঘন্টা ৫ মিনিট ৩ সেকেন্ড। এই ইভেন্টে মোট ২২টি দল অলিম্পিকে অংশগ্রহনের সুযোগ পেয়েছে। ভারতের দ্বিতীয় মিশ্র জুটি পরমজিৎ সিং বিস্ট ও মুনিতা প্রজাপতি, ৩৫তম স্থানে শেষ করেছে। তাঁরা সময় নিয়েছেন ৩ ঘন্টা ৯ মিনিট ৫৮ সেকেন্ড।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!