Advertisement
  • দে । শ
  • ডিসেম্বর ২৩, ২০২৩

সাক্ষি মালিকের সঙ্গে সাক্ষাৎ প্রিয়াঙ্কা গান্ধীর, পাশে থেকে লড়াইয়ের প্রতিশ্রুতি

আরম্ভ ওয়েব ডেস্ক
সাক্ষি মালিকের সঙ্গে সাক্ষাৎ প্রিয়াঙ্কা গান্ধীর, পাশে থেকে লড়াইয়ের প্রতিশ্রুতি

ব্রিজভূষণ শরণ সিং ঘনিষ্ঠ সঞ্জয় সিং ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি হওয়ার পর খেলা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কুস্তিগীর সাক্ষী মালিক। আর এক কুস্তিগীর বজরং পুনিয়াও ফিরিয়ে দিয়েছেন পদ্মশ্রী সম্মান। এবার কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করলেন সাক্ষী মালিক।
শুক্রবার সন্ধেয় সাক্ষী মালিক দিল্লিতে প্রিয়াঙ্কা গান্ধীর বাসভবনে যান। সাক্ষীর সঙ্গে আরও কয়েকজন কুস্তিগীর ছিলেন। প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করে পুরো ঘটনা তুলে ধরেন সাক্ষী মালিক। তিনি প্রিয়াঙ্কা গান্ধীকে পাশে থাকা জন্য অনুরোধ করেন। সাক্ষী পরে সংবাদমাধ্যমকে বলেন, ‘‌একজন মহিলা হিসেবে তিনি প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করতে তাঁর বাসভবনে গিয়েছিলেন।’‌ প্রিয়াঙ্কা গান্ধী সাক্ষীদের পাশে দাঁড়িয়ে ন্যায় বিচারের জন্য লড়াই করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘‌এই মেয়েদের সঙ্গে যা ঘটেছে, তা চূড়ান্ত ঘৃণ্য। আমি ওদের পাশে থেকে লড়াই করব।’‌ কুস্তিগীরদের সঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর দেখা করা এই প্রথম নয়। বছরের শুরুতে যখন কুস্তিগীররা যন্তরমন্তরে বিক্ষোভ করছিলেন, তখন প্রিয়াঙ্কা গান্ধী তাঁদের সঙ্গে যোগ দিয়েছিলেন।
প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে এদিন ছিলেন কংগ্রেসের আর এক নেতা দীপেন্দ্র হুডা। তিনি জানিয়েছেন যে, ‘‌প্রিয়াঙ্কাজি কুস্তিগীরদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আমাদের দেশের মহিলা কুস্তিগীরদের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা খুবই দুর্ভাগ্যজনক। পুরো জাতি দুঃখিত। আমারা কুস্তিগীরদের সম্পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছি।’‌ কুস্তিগীররা যখন ব্রিজভূষণের শাস্তির দাবিতে যন্তরমন্তরে ধরণা দিচ্ছিলেন, তখনও কংগ্রেস নেতারা তাংদের পাশে দাঁড়িয়েছিলেন।
কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশের মতে, এই অপমান শুধু সাক্ষী মালিক বা বজরং পুনিয়ার নয়, গোটা দেশের। তিনি বলেছেন, ‘‌যে খেলোয়াড়রা বিশ্বে ভারতের মর্যাদা বাড়িয়েছে তারা তাদের নিজের সরকারের সামনে অসহায়। এটা খুবই লজ্জাজনক। প্রধানমন্ত্রীর অন্তত এই বিষয়ে তাঁর অহং ত্যাগ করা উচিত ছিল এবং দেশকে গর্বিত করা খেলোয়াড়দের বিচারের আশ্বাস দেওয়া উচিত ছিল। কিন্তু প্রধানমন্ত্রী ও বিজেপি যৌন হেনস্থায় অভিযুক্তদের সঙ্গে আছে। দেশ তার চ্যাম্পিয়নদের পাশে দাঁড়িয়েছে।’‌
এদিকে, বজরং পুনিয়ার পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘‌পদ্মশ্রী ফেরত দেওয়া বজরং পুনিয়ার ব্যক্তিগত সিদ্ধান্ত। ডাব্লুএফআই নির্বাচনগুলি সুষ্ঠু এবং গণতান্ত্রিক পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছিল। আমরা এখনও বজরংকে পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করব।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!