Advertisement
  • দে । শ
  • এপ্রিল ১৩, ২০২৩

ছত্তিশগড়ে কংগ্রেসের নির্বাচনী প্রস্তুতি শুরু। বস্তারে প্রথম সভা প্রিয়াঙ্কার

আরম্ভ ওয়েব ডেস্ক
ছত্তিশগড়ে কংগ্রেসের নির্বাচনী প্রস্তুতি শুরু। বস্তারে প্রথম সভা প্রিয়াঙ্কার

চলতি বছরে দেশের একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। বছরের শেষদিকে ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচন। বৃহস্পতিবার কংগ্রেস প্রচারের দামামা বাজিয়ে দিল। সভা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। সেখানে  বক্তব্য পেশ করতে গিয়ে ২০০৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ছত্তিশগড়ে বিজেপির অপশাসনের কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রিয়াঙ্কা, বলেছেন, আসন্ন নির্বাচনে আবার কংগ্রেসকেই জয়ী করতে।

 প্রিয়াঙ্কা সভাটি করেছেন বস্তারের লালবাগ ময়দানে। সভায় প্রিয়াঙ্কার সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ভূপেশ বাঘেল। প্রিয়াঙ্কার নির্বাচনী সফর উপলক্ষে ‘আদিবাসী পরব সম্মান নিধি যোজনা’-র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বাঘেল আর প্রিয়াঙ্কা। আদিবাসী মেলা, ধর্মীয় অনুষ্ঠান, উৎসব পালনের জন্যে রাজ্য সরকার এই যোজনায় আর্থিক সহায়তা জোগাবে বিভিন্ন পঞ্চায়েত এলাকায়।

 প্রিয়াঙ্কা আগাগোড়াই পূর্বতন বিজেপি সরকারের মুণ্ডপাত করেছেন। মনে করিয়ে দিয়েছেন, বিজেপির আমলে ২০০৩ সাল থেকে টানা ১৫ বছর ধরে ভয়, ক্ষুধা ও দুর্নীতির শিকার হয়েছেন রাজ্যবাসী।  কংগ্রেস ক্ষমতায় আসার পরে পরিস্থিতির প্রভূত পরিবর্তন হয়েছে। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সরকার মানুষের ক্ষমতায়নে বিস্তর কাজ করছে।  এবারও ক্ষমতায় এলে  কংগ্রেস  মানুষের বিশ্বাসভঙ্গ করবে না। বিজেপি সরকার আপনাদের জমি কেড়ে নিয়েছিল, আপনাদের  হাতকড়া পরিয়ে দিয়েছিল। আপনাদের আত্মবিশ্বাস গুঁড়িয়ে দিয়ে হৃদয়ের ব্যথাকে উপেক্ষা করছিল । কংগ্রেস জনতার প্রাপ্য গর্ব ও সম্মান ফিরিয়ে দিয়েছে।

প্রিয়াঙ্কার সভায় আদিবাসী সম্প্রদায়ের ভিড় উপচে পড়ে। বস্তারের সাত জেলা থেকে হাজার হাজার মানুষ এসে কংগ্রেসের হাতকে অধিকতর শক্ত করে তোলার ইঙ্গিত দিয়েছেন। এই ইঙ্গিতের অর্থ কী ? ছত্তিশগড়ে আবার কংগ্রেসের সরকার ?


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!