Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২৭, ২০২৩

সুইসাইড নোট’ নিয়ে প্রধানমন্ত্রীর কৌতুক, নিন্দায় প্রিয়াঙ্কা । উপহাস করার আগে ভালভাবে শিক্ষিত হওয়া প্রয়োজন, মন্তব্য কংগ্রেস নেত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
সুইসাইড নোট’ নিয়ে প্রধানমন্ত্রীর কৌতুক, নিন্দায় প্রিয়াঙ্কা । উপহাস করার আগে ভালভাবে শিক্ষিত হওয়া প্রয়োজন, মন্তব্য কংগ্রেস নেত্রীর

বৃহস্পতিবার সুইসাইড নোট প্রসঙ্গে প্রধানমন্ত্রীর কৌতুককে তীব্র সমালোচনা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বডরা । প্রিয়াঙ্কা বলেছেন, প্রধানমন্ত্রী এবং যাঁরা ওই  “সংবেদনশীল” বিষয় ঘিরে মশকরা করছিলেন, তাদের উচিত  করোও মানসিক সমস্যাগুলিকে নিয়ে  “উপহাস” করার আগে নিজেদের আরও ভালভাবে শিক্ষিত করা ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার একটি সংবাদ চ্যানেলের সম্মেলনে বলতে উঠে বলেন, এক অধ্যাপকের মেয়ে আত্মহত্যা করেন। ওই অধ্যাপক তাঁর মেয়ের একটি সুইসাইড নোট পড়ে মন্তব্য করেছিলেন, আমি একজন অধ্যাপক,  এত বছর ধরে মেয়েকে শিক্ষিত করে তুললাম, তা  সত্ত্বেও কীভাবে সে সুইসাইড নোটে একটা বানান ভুল লিখল। প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে একটি কৌতুকরসপূর্ণ বর্ণনাও ওই অনুষ্ঠানে করেছিলেন। চ্যানেলটির প্রধান সম্পাদক হিন্দিতে ভালো কথা বলছেন দেখে, আত্মহত্যার প্রসঙ্গ উত্থাপন করে প্রধানমন্ত্রী এই কৌতুক করেছিলেন।

কনক্লেভে মোদির সেই কৌতুকের ভিডিওটি  ট্যাগ করে, প্রিয়াঙ্কা গান্ধী বৃহস্পতিবার একটি  টুইটে লিখেছেন, “বিষণ্ণতা  এবং আত্মহত্যা, বিশেষত যুবকদের ক্ষেত্রে মোটেই হাসির বিষয় নয়। এনসিআরবি তথ্য অনুসারে, ২০২১ সালে ১ লক্ষ ৬৪ হাজার ০৩৩ জন ভারতীয় আত্মহত্যা করেছিলেন। যার মধ্যে একটি বিশাল শতাংশের বয়স ৩০ এর কম। এটি একটি ট্র্যাজেডি, রসিকতা নয়।” কংগ্রেসের সাধারণ সম্পাদক টুইটে লিখেছেন, “প্রধানমন্ত্রী এবং তাঁর সঙ্গে যাঁরা  এই সংবেদনশীল বিষয়টি নিয়ে কৌতুক করছিলেন, তাদের উচিত এই সংবেদনশীল বিষয়টি নিয়ে পরিহাস করার আগে তাঁদের নিজেদের আরও ভালভাবে শিক্ষিত করা। টুইটের শেষে প্রিয়াঙ্কা ‘দ্য লাইভ লাভ লাফ ফাউন্ডেশন-এর নাম ট্যাগ করেছেন, এই সংস্থাটি মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে কাজ করে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!