Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ২৩, ২০২৪

‌সংসদীয় রাজনীতিতে প্রবেশ, ওয়ানাড় লোকসভা উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন প্রিয়াঙ্কা গান্ধি

আরম্ভ ওয়েব ডেস্ক
‌সংসদীয় রাজনীতিতে প্রবেশ, ওয়ানাড় লোকসভা উপনির্বাচনে মনোনয়ন জমা দিলেন প্রিয়াঙ্কা গান্ধি

অনেক আগেই রাজনীতিতে পা দিয়েছেন। তবে সংসদীয় রাজনীতিতে কখনও অংশ নেননি। অবশেষে সংসদীয় রাজনীতিতে অভিষেক হতে চলেছে প্রিয়াঙ্কা গান্ধির। ভাইয়ের ছেড়ে যাওয়া ওয়ানাড় লোকসভা আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আজ মনোনয়নপত্র জমা দিলেন। সঙ্গে ছিলেন মা সোনিয়া গান্ধী ও ভাই রাহুল গান্ধি।

২০২৪ লোকসভা নির্বাচনে দুটি আসনে লড়াই করেছিলেন রাহুল গান্ধী। একটা উত্তরপ্রদেশের কংগ্রেসের ঘাঁটি রায়বেরেলি, অন্যটি কেরলের ওয়ানাড়। দুটি আসনেই জয়ী হয়েছিলেন রাহুল গান্ধি। পরে রায়বেরিলি আসনটি ধরে রাখার সিদ্ধান্ত নেন। ওয়ানাড়ের সাংসদ থেকে সরে দাঁড়ান। ফলে এই আসনে উপনির্বাচন প্রয়োজন হয়ে পড়ে। ওয়ানাড় থেকে ইস্তফা দেওয়ার সময় রাহুল জানিয়েছিলেন, এই আসনে দিদি প্রিয়াঙ্কা গান্ধী লড়াই করবেন। উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরই কংগ্রেসের পক্ষ থেকে সরকারিভাবে প্রিয়াঙ্কার নাম ঘোষণা করা হয়।

মঙ্গলবার মা সোনিয়া গান্ধির সঙ্গে মাইসুরু বিমানবন্দরে অবতরণ করার পর সড়কপথে ওয়ানাড় যান প্রিয়াঙ্কা । মাইশোর বিমানবন্দরে কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়া এবং উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার তাঁদের স্বাগত জানান। এদিন মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কালপেট্টায় একটা রোড শো–তে অংশ নেন প্রিয়াঙ্কা। তাঁর সঙ্গে ছিলেন রাহুল গান্ধি, কংগ্রেসশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও দলের অন্যান্য নেতারা।

ওয়ানাড় উপনির্বাচনে প্রিয়াঙ্কাকে কেরল বিজেপি মহিলা মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নভ্যা হরিদাস এবং বাম গণতান্ত্রিক ফ্রন্ট (এলডিএফ) প্রার্থী সিপিআই–এর সত্যান মোকেরির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। ১৩ নভেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ২৩ নভেম্বর গননা। ইতিমধ্যেই, গত সপ্তাহ থেকে কেরালায় কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) আনুষ্ঠানিকভাবে প্রিয়াঙ্কা গান্ধীর পক্ষে প্রচার শুরু করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!