Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ডিসেম্বর ১৩, ২০২৪

‘ ভারতীয় সংবিধান কিন্তু সঙ্ঘের বিধান নয়।’ সংসদে নিজের প্রথম ভাষণে বললেন প্রিয়াঙ্কা

আরম্ভ ওয়েব ডেস্ক
‘ ভারতীয় সংবিধান কিন্তু সঙ্ঘের বিধান নয়।’ সংসদে নিজের প্রথম ভাষণে বললেন প্রিয়াঙ্কা

সংসদে সংবিধান গৃহীত হওয়ার ৭৫ পূর্তিতে লোকসভায় বসেছে বিশেষ অধিবেশন । সেখানেই, নিজের প্রথম সংসদীয় ভাষণে, মোদি সরকারের বিরুদ্ধে সরব হলেন প্রিয়াঙ্কা গান্ধি। এদিন ওয়ানাড়ের সাংসদ বলেন, ২০২৪এ লোকসভা নির্বাচনে আরেকটু বেশি আসন পেলেই এনডিএ সংবিধান বদলে দিত । এরপরই কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, গত দশ বছরে নেহরুকে কটাক্ষ করা ছাড়া আর কী করেছে এদেশের সরকার, তা জানানো হোক ।

সংসদে সংবিধান স্বীকৃতির ৭৫ পূর্তির এই বিশেষ অধিবেশনে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সি এর বক্তব্য পেশের পরই বলতে ওঠেন ওয়ানাড়ের নব নির্বাচিত কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা।

এদিন রাজনাথ সিং তাঁর ভাষণে বিরোধী শিবিরকে বিঁধে বলেন, কয়েকজন পকেটে সংবিধান রেখে বিদেশের মাটিতে দেশকে অপমান করেন । কিন্তু আমরা সংবিধানের কাছে আনত শিরে দাঁড়াই ।

সেই বক্তব্যের বিরোধিতা করে এদিন প্রিয়াঙ্কা বলেন, গত দশ বছরে কেন্দ্রের ক্ষমতাসীন সরকারের আমলে সংবিধানের রক্ষাকবচ দুর্বল হয়েছে । যদি এনিডিএ জোট আরও বেশি আসন নিয়ে গত নির্বাচনে ক্ষমতায় ফিরে আসত, তবে ভারতের সংবিধান তারা বদলে দিতেন । এই বক্তব্যের বিরোধিতা শুরু করেন সরকার পক্ষের সাংসদরা । তারপরই প্রিয়াঙ্কা বলেন, ভারতের বিভিন্ন রাজ্যে বিধায়ক ভাঙিয়ে সরকার ফেলার চেষ্টা করছে বিজেপি, তিনি আরও বলেন, ‘ ভারতীয় সংবিধান কিন্তু সঙ্ঘের বিধান নয়।’

এদিন সংসদে ওয়ানড়ের সাংসদের বক্তব্যের সঙ্গে সহমত না হয়ে সংসদ কক্ষে বিজেপি এবং তাদের সহযোগী সাংসদরা সরব হলেও, প্রিয়াঙ্কা গান্ধির বক্তব্য শোনেন এনডিএ জোটের সাংসদরা । কন্যার প্রথম সংসদ ভাষণ শুনতে এদিন গ্যালারিতে উপস্থিত ছিলেন সোনিয়া গান্ধি এবং ভাই রাহুল গান্ধি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!