- এই মুহূর্তে দে । শ
- জুন ১৮, ২০২৪
প্রত্যক্ষ রাজনীতিতে এবার ইন্দিরার নাতনী, ওয়েনাড়ের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা
অবশেষে রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন ভারতের প্রাক্তন তথা দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির নাতনী প্রিয়াঙ্কা গান্ধি। দাদা রাহুল গান্ধি তাঁর কেরালার ওয়েনাড়ের আসন থেকে ইস্তফা দিলেন। সেই উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী হলেন বোন প্রিয়াঙ্কা। সোমবার সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধি, প্রিয়াঙ্কা গান্ধি ও সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালকে নিয়ে এই ঘোষণা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
গত লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বরেলি ও দক্ষিণে কেরালার ওয়েনাড় দুটি কেন্দ্রেই বিপুল ভোটে জিতেছেন রাহুল গান্ধি। নিয়ম অনুযায়ী একজন সাংসদ যে কোনও একটি কেন্দ্রের সাংসদ রূপেই পার্লামেন্টে যেতে পারবেন। রায়বরেলি এমনিতে গান্ধি পরিবারের গড় রূপে সুপরিচিত। তবে কংগ্রেসের তরফে এই সিদ্ধান্তকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। আগামী নির্বাচনগুলির ক্ষেত্রে দেশের উত্তর ভাগ তথা গোবলয়ে ও দাক্ষিণাত্যের রাজনীতিতে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ ।
রাহুল ওয়েনাড়ের বাসিন্দাদের উদ্দেশ্যে জানিয়েছেন, আপনারা এবারে দুজন সাংসদ পেতে চলেছেন। আমি তো যাতায়াত করবই। ‘ পাশাপাশি প্রিয়াঙ্কা জানিয়েছেন, তিনি ওয়েনাড়ের বাসিন্দাদের তাঁর দাদার অভাব বুঝতে দেবেন না। ‘আমি কঠোর পরিশ্রম করতে রাজি। আমার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে ওয়েনাড়ের বাসিন্দাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবো। লোকসভায় তাঁদের উপযুক্ত প্রতিনিধি হওয়ার চেষ্টা করবো। ‘
রাজনীতি তাঁর রক্তে।ইতিমধ্যে নেটিজেনদের একাংশ তাঁকে ‘একুশ শতকের ইন্দিরা গান্ধি’ বলে আখ্যায়িত করেছেন। যদিও লোকসভা ভোটের আগে তাঁর অর্থাৎ প্রিয়াংকার ভূমিকা ছিল দলের প্রচারক রূপে। সক্রিয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে ‘আসবো আসবো’ করে আর আসা হয়ে ওঠেনি তাঁর। দাদার ছেড়ে আসা আসনে প্রতিদ্বন্ধিতা করে এই প্রথম সংসদীয় রাজনীতিতে প্রবেশ করতে চলেছেন রাজীব কন্যা।
❤ Support Us