শহিদ স্মরণে শিলচরে জন জোয়ারের পথ চলা। আগরতলা, শিলং, কলকাতায় বর্ণাঢ্য অনুষ্ঠান। স্লোগান, হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় উনিশ

নব চেতনায় জেগে উঠল শহিদ দিবস। বাঙালির ভুবন জুড়ে, ১৯৫২-র ২১ ফেব্রুয়ারির পাশে, ৬১ সালের ১৯ মে যে অনিঃশেষ ক্ষত তৈরি হয়েছিল, একাদশ শহিদের আত্মবিসর্জন যে অহঙ্কারের জন্ম দিয়েছিল, তার স্মরণে ভৌগোলিক সীমা পেরিয়ে আজ জাগ্রত বঙ্গ বিশ্বের নানা প্রান্ত। শিলং, শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি, আগরতলা, কলকাতা, শিলিগুড়ি মিশে গেল বহুমুখী সভা আর মিছিলে