Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • অক্টোবর ৭, ২০২৩

বাক স্বাধীনতায় কেন্দ্রের হস্তক্ষেপ, প্রতিবাদে ১৩ অক্টোবর মৌলালিতে সভা, আয়োজনে গণতন্ত্রকামী নাগরিক সংগঠন

আরম্ভ ওয়েব ডেস্ক
বাক স্বাধীনতায় কেন্দ্রের হস্তক্ষেপ, প্রতিবাদে ১৩ অক্টোবর মৌলালিতে সভা, আয়োজনে গণতন্ত্রকামী নাগরিক সংগঠন

নিরপেক্ষ সাংবাদিকতা ও বাকস্বাধীনতার উপর নরেন্দ্র মোদি সরকারের রাষ্ট্রীয় হামলার প্রতিবাদে আগামী ১৩ অক্টোবর, ২০২৩, বিকেল ৫ টায় একটি সভার আয়োজন করা হয়েছে মৌলালীর জর্জ ভবনে। ওই সভায় বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাংবাদিক পরঞ্জয় গুহ ঠাকুরতা, বরিষ্ঠ আইনজীবী, সুজয় ভট্টাচার্য , প্রাক্তন আইপিএস অফিসার নজরুল ইসলাম, বিশিষ্ট মানবাধিকার কর্মী ডাঃ বিনায়ক সেন, বিশিষ্ট সাংবাদিক, লেখিকা স্বাতী ভট্টাচার্য ছাড়াও আরও অনেকে।

নিউজ ক্লিক ওয়েব নিউজ-এর প্রতিষ্ঠাতা প্রবীর পুরকায়স্থ সহ সংস্থার এএইচআর, সাংবাদিকদের বাড়িতে তল্লাশি ও প্রবীর পুরকায়স্থ সহ অন্যান্যদের ইউএপিএ আইনে গ্রেফতারির প্রতিবাদে এই সভা অনুষ্ঠিত হচ্ছে।

কলকাতা প্রেস ক্লাব দিল্লিতে বিশিষ্ট সাংবাদিকদের হেনস্থা ও গ্রেফতারির প্রতিবাদে কলকাতার রাজপথে মিছিল করেছে। কলকাতা প্রেস ক্লাবের তরফে এই ঘটনায় একটি বিবৃতি প্রকাশ করে তাতে লেখা হয়েছে, নতুন দিল্লিতে সাংবাদিকদের ওপর পুলিসের আগ্রাসী ও নির্যাতনমূলক আচরণের প্রতিবাদ করছে কলকাতা প্রেস ক্লাব। নতুন দিল্লিতে বর্ষীয়ান ও প্রতিষ্ঠিত সাংবাদিকদের দিল্লি পুলিস যেভাবে বিনা নোটিসে হঠাৎ দীর্ঘক্ষণের জন্য আটক রাখে ও তাদের মোবাইল ফোন এবং ল্যাপটপ এর মত ব্যক্তিগত এবং পেশাগত সামগ্রী নিজেদের আয়ত্বে নিয়ে রাখে এবং সেইসঙ্গে দুই সংবাদকর্মীকে ইউএপিএ আইনে গ্রেপ্তার করে, তার বিরুদ্ধে প্রতিবাদ করছে কলকাতা প্রেস ক্লাব।

এদিকে দিল্লিতে সংবাদ মাধ্যমের ওপর পুলিশ ও দেশের শাসক দলের এই আক্রমণের ঘটনাকে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ বলে নিন্দা করেছেন। সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, নিরপেক্ষ সাংবাদিকতার কণ্ঠরোধ করতেই মোদির সরকার এ ভাবে প্রবীর পুরকায়স্থকে গ্রেফতার করেছে ইউএপিএ আইনে। প্রবীর পুরকায়স্থকে জরুরি অবস্থার সময় একবার গ্রেফতার করা হয়েছিল, তখন তিনি কলেজে পড়েন, এবার আবার গ্রেফতার করা হল, আটা ইমার্জেন্সি -২।

অমলেন্দু ভূষণ চৌধুরী, মালা সেন চৌধুরী, অম্লান ভট্টাচার্য, সুতপা ভট্টাচার্য, ইমতিয়াজ আহমেদ মোল্লা, ড. শামসুল আলম, নীতিশ রায়, হাফিজুর রহমান, তাহেদুল ইসলাম, দিবাকর ভট্টাচার্য্য আগামী ১৩ অক্টোবরের সভার আহ্বায়ক।

WE THE PEOPLE OF INDIA, PEOPLE’S UNION FOR CIVIL LIBERTIES (PUCL), ALL INDIA LAWYERS ASSOCIATION FOR JUSTICE (AILAJ), PASCHIMBANGA GANOSANGSKRITI PORISAD এই প্রতিবাদী সভার আয়োজক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!