Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ২০, ২০২৪

আংশিক প্রত্যাহার, সব দাবি পূরণ না হলে আবার পূর্ণ কর্মবিরতি শুরু করবেন জুনিয়র চিকিৎসকরা

আরম্ভ ওয়েব ডেস্ক
আংশিক প্রত্যাহার, সব দাবি পূরণ না হলে আবার পূর্ণ কর্মবিরতি শুরু করবেন জুনিয়র চিকিৎসকরা

অধিকাংশ দাবি পূরণ হওয়া ও রোগীদের স্বার্থের কথা ভেবেই অবশেষে আংশিক কর্মবিরতি তুলে নিলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। বৃহস্পতিবার রাতে জেনারেল বডির বৈঠকের পর এই সিদ্ধান্ত নেন তাঁরা। তবে আংশিক কর্মবিরতি তুলে নিলেও প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাবেন। এক সপ্তাহের মধ্যে সব দাবি পূরণ মনা হলে আবার পূর্ণ কমবিরতির রাস্তায় হাঁটবেন জুনিয়র চিকিৎসকরা। আংশিক কর্মবিরতি তুলে নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যভবনের সামনে থেকে ধর্না–অবস্থানও তুলে নেবেন। আজ স্বাস্থ্যভবনের সামনে থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত একটা মিছিল করবেন জুনিয়র চিকিৎসকরা। সেই মিছিলের মাধ্যমেই ধর্না তুলে নেওয়ার কথা জানিয়েছেন তাঁরা।
আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুন হওয়ার পর থেকেই দোষীদের শাস্তি ও বিভিন্ন দাবি–দাওয়ার জন্য ৯ আগসট থেকে কর্মবিরতি পালন করছিলেন জুনিয়র চিকিৎসকরা। এরপর পুলিশ কমিশনার, রাজ্যের স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার অপসারণ, হাসপাতালে নিজেদের নিরাপত্তা ও আরও কয়েকটি দাবিতে ৯ দিন ধরে স্বাস্থ্যভবনের সামনে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে জুনিয়র চিকিৎসকদের বৈঠক হয়। বৈঠক হয় মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গেও।
জুনিয়র চিকিৎসকদের বেশ কয়েকটা দাবি মেনে নিয়েছে রাজ্য সরকার। সেগুলির মধ্যে রয়েছে পুলিশ কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার অপসারণ। বাকি দাবি–দাওয়া নিয়ে বুধবার রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে আবার আলোচনায় বসেছিলেন তাঁরা। যদিও সেই আলোচনায় জুনিয়র চিকিৎসকরা হতাশ হয়েছিলেন। এরপর বৃহস্পতিবার মুখ্যসচিব মনোজ পন্থ স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে চিঠি দিয়ে হাসপাতালগুলির পরিকাঠামো ও চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পদক্ষেপ গ্রহনের নির্দেশ দেন। এরপরই কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন জুনিয়র চিকিৎসকরা। তিন আধিকারিকের অপসারণ ও বাকি দাবিগুলো পূরণকে নৈতিক জয় হিসেবেই দেখছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।
রাজ্য সরকারের সিদ্ধান্ত জানার পর বৃহস্পতিবার রাতেই জেনারেল বডির বৈঠকে বসেন জুনিয়র চিকিৎসকরা। সেই বৈঠকেই কর্মবিরতি তোলার সিদ্ধান্ত নেন। আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো বলেন, ‘‌জিবি বৈঠকে আমরা আংশিক কর্মবিরতি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি। শুক্রবার বিকেল ৩টেয় স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল হবে। তারপর আমরা অবস্থান বিক্ষোভ থেকে যে যার কলেজে ফিরে যাব। তবে দাবি পূরণের জন্য আমাদের আন্দোলন চলবে।’‌ অন্য এক আন্দোলনকারী দেবাশিস হালদার বলেন, ‘‌আমরা শুক্রবার মিছিলের পরে নিজ নিজ কলেজে ফিরে গিয়ে জরুরি বিভাগে কাজ শুরু করব। তবে তবে আউটডোর করব না। সব দাবি পূরণ না হলে প্রয়োজনে আবার পূর্ণ কর্মবিরতিতেও ফিরব।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!