Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • সেপ্টেম্বর ২১, ২০২৪

কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা, স্বাভাভিক হচ্ছে চিকিৎসা পরিষেবা

আরম্ভ ওয়েব ডেস্ক
কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা, স্বাভাভিক হচ্ছে চিকিৎসা পরিষেবা

কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে কাজে ফিরেছেন জুনিয়র চিকিৎসকরা। যোগ দিয়েছেন জরুরি পরিষেবায়। আর তাতেই চেনা ছন্দে রাজ্যের সরকারি হাসপাতালগুলি। পুরোদমে চালু হয়েছে জরুরি বিভাগ। রোগীদেরও হাসপাতাল থেকে চিকিৎসার অভাবে ফিরে যাওয়ার কোনও অভিযোগ নেই।
আর জি কর হাসপাতালে যাবতীয় কাণ্ডের সূত্রপাত। আর সেই আর জি কর হাসপাতালেই স্বাভাবিক ছন্দ। যেসব জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে সামিল হয়েছিলেন, তারা প্রত্যেকেই কাজে যোগ দিয়েছেন। জরুরি বিভাগসহ ট্রমা কেয়ারেও রোগী দেখছেন। শনিবার সকালে আর জি কর হাসপাতালে যে সব জুনিয়র চিকিৎসকদের ট্রমা কেয়ারে ডিউটি ছিল, তাঁরা নির্দিষ্ট সময়েই পৌঁছে যান। শুধু আর জি কর হাসপাতালই নয়, একই ছবি কলকাতাসহ রাজ্যের অন্যান্য মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে।
শুক্রবার আংশিক কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ তুলে নেওয়ার পর আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা জানিয়েছিলেন শনিবার থেকে জরুরি পরিষেবায় কাজে যোগ দেবেন। পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ‘‌অভয়া ত্রাণশিবির’‌ খেলা হবে। সেই মতো শুক্রবারই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াসহ আরও কয়েকটা জায়গায় ওষুধ, ত্রিপল, চাল, জল, বিস্কুটসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিষ নিয়ে পৌঁছে যান। বন্যাবিধ্বস্ত মানুষদের চিকিৎসার দায়িত্ব তুলে নিয়েছেন।
আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুন ও হওয়ার পর দোষীদের বিচার চেয়ে ও আরও পাঁচ দফা দাবিতে কর্মবিরতিতে সামিল হয়েছিলেন জুনিয়র চিকিৎসকরা। দু’দফা বৈঠকের পর সরকার অধিকাংশ দাবিই মেনে নিয়েছে। এরপর নিজেদের মধ্যে আলোচনা করে কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে নেন জুনিয়র চিকিৎসকরা। শুক্রবার দুপুরে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতর পর্যন্ত মিছিলের পরে ক্যাম্পাসে ফিরে যান জুনিয়র চিকিৎসকরা। তারপর আজ কাজে ফিরলেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!