Advertisement
  • প্রচ্ছদ রচনা মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ২০, ২০২৩

কৃষক প্রতিবাদের রূপ নেবে আন্দোলন?‌ চরম হুঁশিয়ারী কুস্তিগীরদের

দিল্লি থেকে প্রতিবাদ আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর পথে হাঁটতে চলেছেন কুস্তিগীররা। তাঁদের এই আন্দোলন কৃষক প্রতিবাদের রূপ নিতে পারে বলে জানিয়েছেন ভিনেশ ফোগাট

আরম্ভ ওয়েব ডেস্ক
কৃষক প্রতিবাদের রূপ নেবে আন্দোলন?‌ চরম হুঁশিয়ারী কুস্তিগীরদের

২১ মে পর্যন্ত সময়সীমা দিয়েছিলেন কুস্তিগীররা। এই সময়ের মধ্যে যৌনহেনস্থার অভিযোগে অভিযুক্ত ভারতীয় কুস্তি ফেডারেশন প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংকে গ্রেপ্তার করা না হলে চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন। এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি ব্রিজ ভূষণ শরণ সিংকে। এবার চরম হুঁশিয়ারি দিলেন কুস্তিগীররা।

দিল্লি থেকে প্রতিবাদ আন্দোলনের ঝাঁঝ বাড়ানোর পথে হাঁটতে চলেছেন কুস্তিগীররা। তাঁদের এই আন্দোলন কৃষক প্রতিবাদের রূপ নিতে পারে বলে জানিয়েছেন ভিনেশ ফোগাট। এবার তাদের আন্দোলন খাপ পঞ্চায়েত পরিচালনা করতে পারেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার সাংবাদিকদের ভিনেশ বলেন, ‘এক মিনিটে যে সমস্যার সমাধান করা যায়, একমাসেও সেই সমস্যার সমাধান হনি। এরফলে আমাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। ১৩ মাস ধরে কৃষক আন্দোলন চলেছিল। সেই আন্দোলন গোটা দেশকে নাড়া দিয়েছিল। আমাদেরও সেইরকম কোনও আন্দোলনের রাস্তা বেছে নিতে হবে। আমাদের এই আন্দোলন কৃষক আন্দোলনের রূপ নিতে পারে। যার ফল মোটেই ভাল হবে না।’‌ ভিনেশ ফোগাট আরও বলেন, ‘‌আমরা ন্যায় বিচার পাওয়ার জন্য মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জা, সব জায়গায় আমাদের বার্তা পৌঁছে দেব। যে সরকার দেশের মহিলাদের সম্মান ও সুরক্ষা সুনিশ্চিত করতে পারে না, তাদের স্বাধীনতার ৭৫ বছর উদযাপনের অধিকার নেই।

৭ মহিলা কুস্তিগীরকে যৌন হেনস্তা ও নির্যাতনের অভিযোগ রয়েছে ভারতীয় কুস্তি সংস্থার প্রাক্তন প্রেসিডেন্ট ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে। তাঁর শাস্তির দাবিতে দীর্ঘদিন ধরেই ধর্না চালিয়ে যাচ্ছেন কুস্তিগীররা। বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কুস্তিগীরদের আন্দোলন মঞ্চে সামিল হয়ে পাশে থাকার বার্তা দিয়েছেন। জনসচেতনতা বৃদ্ধির জন্য কর্মসূচিতেই আপাতত ফোকাস রাখছেন প্রতিবাদী কুস্তিগীররা। বজরং পুনিয়া বলেন, ‘‌আগামী মঙ্গলবার বিকেল ৪টের সময় ইন্ডিয়া গেটে মোমবাতি মিছিলের আয়োজন করা হচ্ছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!