Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মে ১১, ২০২৩

কালো ব্যান্ড পরে “কালো দিবস” পালন করলেন প্রতিবাদী কুস্তিগীররা

আরম্ভ ওয়েব ডেস্ক
কালো ব্যান্ড পরে “কালো দিবস” পালন করলেন প্রতিবাদী কুস্তিগীররা

হাতে ও কপালে কালো ব্যান্ড পরে প্রতিবাদে কুস্তিগীররা। প্রতিবাদের চিহ্ন হিসাবে কালো ব্যান্ড পরে দিনটিকে ‘কালো দিবস’ বলে পালন করছেন প্রতিবাদী  কুস্তিগীর ও তাঁদের সহযোগীরা। বৃহস্পতিবার তাদের প্রতিবাদ ১৮ দিনে পড়ল।

ভিনেশ ফোগাট, বজরং পুনিয়া, সাক্ষী মালিক, সত্যওয়ার্ত কায়দান, জিতেন্দর কিনহা সকলেই এদিন তাঁদের কপালে কালো ব্যান্ড বেঁধেছেন, কিছু সমর্থক প্রতিবাদের চিহ্ন হিসাবে তাদের হাতে কালো ব্যান্ড পরে প্রতিবাদে শামিল হয়েছেন।

প্রতিন্দ্বি কুস্তিগীররা ডব্লিউএফআই প্রধান ব্রিজ ভূষণ শরণ সিংকে গ্রেপ্তারের দাবি করছে, তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করছেন প্রতিবাদীরা।
দিল্লি পুলিশ ব্রিজ ভূষণ শরণ, যিনি  বিজেপির সাংসদ, তাঁর বিরুদ্ধে POCSO আইনের ১০  ধারা বলে একটি সহ আরও দুটি FIR দায়ের করেছে, তবে ব্রিজ ভূষণ শরণ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

১৮দিন ধরে প্রতিবাদী কুস্তিগীররা ব্রিজ ভূষণ শরণ -এর গ্রেফতারির দাবি জানিয়ে আন্দোলন করছেন দেশের প্রাণ কেন্দ্রে, তবে এই আন্দোলনের দিকে ঘুরেও তাকাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনটাই অভিযোগ প্রতিবাদীদের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!