শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট থানায় ডেকে পাঠিয়ে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ তুলল তাঁর পরিবার। এই ঘটনার জেরে বুধবার সন্ধ্যা থেকে অবরুদ্ধ হয়ে রয়েছে কলেজ স্ট্রিট। পরিবারের তরফে দাবি করা হয়েছে, চুরির মোবাইল কেনার অভিযোগে যুবককে ডেকে পাঠানো হয় থানায়। জিজ্ঞাসাবাদ চলাকালীন মারধরেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করছে পরিবার। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপির কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ। একই সঙ্গে আমহার্স্ট স্ট্রিট থানার ওসিকে অবিলম্বে অপসারনের দাবিও তুলেছেন তিনি। বুধবার এই ঘটনার খবর পাওয়ার পরই ঘটনাস্থলে পৌঁছে যান সজল ঘোষ।
অশোক সাউ নামের ওই যুবক একটি পানের দোকান চালাতেন। তাঁর পরিবার জানিয়েছে, থানা থেকে তাঁর দেহ উদ্ধার করার পর আপাতত রাখা হয়েছে মেডিক্যাল কলেজে।
অশোকের ভাইপো বিজয় সাউয়ের অভিযোগ, বুধবার দুপুরে হঠাৎই আমহার্স্ট স্ট্রিট থানা থেকে যোগাযোগ করা হয় তাঁর কাকার সঙ্গে। তাঁকে এসে দেখা করতে বলা হয় থানায়। তলব পেয়ে তিনি থানায় যান। কিন্তু বিকেলে হঠাৎই অশোকের পরিবার জানতে পারে থানায় অশোকের মৃত্যু হয়েছে।
বিজয় জানিয়েছেন, বুধবার বিকেলে থানায় গিয়েছিলেন তাঁর স্ত্রী রজনী সাউ। তিনিই তাঁর কাকাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন থানায়। শরীরে আঘাতের চিহ্ন দেখতে পেয়ে এর পর রজনী ফেসবুক লাইভ করে ঘটনাটির বিবরণ দেন। অভিযোগ করেন, থানায় ডেকে এনে পিটিয়ে মেরে ফেলা হয়েছে তাঁর আত্মীয়কে।
এরপরই পুলিশের বিরুদ্ধে ব্যবসায়ীকে পিটিয়ে খুনের অভিযোগে কলেজস্ট্রিট চত্বর অবরোধ করেন মৃত ব্যবসায়ীর আত্মীয় স্বজনেরা।
সূত্রের খবর, পানের দোকানের মালিক অশোককে চুরি যাওয়া মোবাইল বেআইনি ভাবে কেনার অভিযোগে তলব করা হয়েছিল থানায়। সেখানে তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও কী ভাবে তাঁর মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ এ ব্যাপারে কোনও ব্যাখ্যা দেয়নি।
অন্য দিকে, এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন কলকাতা পুরসভার বিজেপি কাউন্সিলর সজল । আমহার্স্ট থানার ঘটনাকে নারকীয় বলে মন্তব্য করে তিনি বলেন, ‘‘ওই ব্যবসায়ীর পরিবারের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি। কিছু ভিডিয়োও আমাদের হাতে এসেছে। আমাদের দাবি, ওই ব্যক্তির পোস্ট মর্টেম কোনও ভাবেই কলকাতা পুলিশ বা রাজ্য সরকারের নিয়ন্ত্রণে থাকা কোও হাসপাতাল বা মর্গে করানো যাবে না। এক মাত্র কমান্ড হাসপাতালে ওই ব্যক্তির ময়নাতদন্ত করাতে হবে।’’ সজল বুধবার রাতেই পৌঁছে যান ঘটনাস্থলে। পরে তিনি জানান, শীঘ্রই বিজেপি নেতৃত্বও ঘটনাস্থলে পৌঁছবেন। সজল বলেন, আমহার্স্ট স্ট্রিট থানায় ঠিক কী হয়েছিল তা জানতে সিবিআই তদন্ত হওয়া দরকার।
থানার সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে মৃতের পরিবারের সদস্যরা।
এদিকে কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল মুরলীধর শর্মা জানান, মেডিক্যাল বোর্ড গঠননকরে মৃতের ময়না তদন্ত হবে এবং সেই ময়না তদন্তের ভিডিওগ্রাফি হবে। তদন্তে দোষীদের উপযুক্ত সাজা দেওয়া হবে। পরিবারের সদস্যদের দাবি, থানার সিসি টিভি ফুটেজ পরিবারের সদস্যদের সামনে দেখতে হবে। মৃতের পরিবার থেকে এই ঘটনার ফেসবুক লাইভ হয়। রাত সাড়ে ন’টা নাগাদ পথ অবরোধ উঠে গিয়েছে। পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34