Advertisement
  • দে । শ
  • নভেম্বর ১১, ২০২২

লং মার্চের গন্তব্য ইসলামাবাদের সদর দফতর।আবার মহামিছিলে

লং মার্চের গন্তব্য ইসলামাবাদের সদর দফতর।আবার মহামিছিলে

ইমরান খান সুস্থ। শারীরিক সংকট কাটিয়ে শাহবাজ সরকারের অপসারণের দাবিতে বূহস্পতিবার থেকে আবার লংমার্চ শুরু করলেন। হাজার হাজার সমর্থক, গুণমুগ্ধ ইনসাফ পার্টির ব্যানার নিয়ে ওয়াজিরাবাদ থেকে ইসলামাবাদের দিকে এগোচ্ছেন।বিরতি নেই মিছিলের। স্লোগনে মুখরিত গন্তব্যমুখী রাস্তা।যত এগোচ্ছে, বাড়ছে মহামিছিলের পরিধি। কে বলবে, ইমারানের বয়স ৭০, কে বলবে দিন কয়েক আগেই দুর্বৃত্তদের গুলিতে বিদ্ধ হয়েছিল তাঁর পায়ের আঙুল। খেলার স্পিরিট আর সহনশক্তি ফিরিয়ে আনলেন তাঁর রাজনীতিতে, যা শাহবাজদের পারিবারিক শাসন বিরোধী আর সামন্তবাদ বিরোধী। লাহোরের বাসভবন থেকে ভিডিও মারফত দলের অনুগামীদের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন পিটিআই প্রধান।প্রতিবেশী দেশের ক্ষমতাসীন সরকার তটস্থ। অঘটন এড়াতে প্রস্তুত সেনা-আধা সেনা। চাপের মুখেও মুখে কুলুপ পাক প্রধানমন্ত্রী।রেহাই নেই, হয় তাঁকে নির্বাচনের দিকে এগোতে হবে। নয়তো সরতে হবে ক্ষমতা থেকে।

পাকিস্তানের জনতা জুলফিকার আলি ভুট্টো আর বেনজিরের আমলেই কেবল গণতন্ত্রের সংক্ষিপ্ত স্বাদ পেয়েছিল। ভুট্টোকে ফাঁসিতে ঝুলিয়ে, বেনজিরকে মহামিছিলের সারিতে খুন করিয়ে গণতন্ত্র ছিনিয়ে নিয়েছিল কায়েমি স্বার্থ। ইমরানকেও স্বস্তি দেয়নি। নিজেও ভুল করেছিলেন। জনতা ক্ষেপে গেল, সামরিক বাহিনীও মুখভার করে দূরত্ব বাড়িয়ে দিল।ন্যায়দন্ড উঁচিয়ে ধরল আদালত। গদি ছাড়তে বাধ্য হলেন ইমরান। এবার তাঁর গণতান্ত্রিক বদলা নেবার ভূমিকা শুরু হতেই প্রকারান্তরে রক্তচক্ষু প্রদর্শন করল রাষ্ট্রযন্ত্র। হামলা ইমরানের মিছিলে।হামলা থামল। ইমরান থামছেন না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!