- এই মুহূর্তে
- মার্চ ১০, ২০২২
পঞ্জাবে ঝাড়ুর ঝড়ে ক্লিন সুইপ হাত। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে কেজরিওয়ালের আম আদমি পার্টি ।

বিধানসভা ভোটে পাঞ্জাবে এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে কেজরিওয়ালের আম আদমি পার্টি । দিল্লির পর দ্বিতীয় রাজ্যে সরকার গড়ার পথে আপ। ফল ঘোষণার পর আপ কর্মী-সমর্থকদের উচ্ছ্বাসে মেতেছেন । পাঞ্জাবে কংগ্রেসের বিকল্প হিসেবে উঠে এল কেজরিওয়ালের আম আদমি পার্টি।বৃহস্পতিবার সকাল থেকেই যেন স্পষ্ট হয়ে গেল চিত্রটা। পঞ্জাবে ঝাড়ুর ঝড়ে ক্লিন সুইপ কংগ্রেস। নভজ্যোৎ সিং সিধু, চরণজিৎ সিং চান্নি সহ একাধিক হেভিওয়েট প্রার্থী পিছিয়ে রয়েছেন। এদিকে, বিজয়রথ এগোচ্ছে কেজরিওয়ালের।৮৯টি আসনে এগিয়ে ম্যাজিক ফিগার ছুঁড়ে ফেলল আপ। মাত্র ১৩টি আসনে এগিয়ে কংগ্রেস।
কেজরিওয়ালের ‘দিল্লি মডেল’ তাঁর দলের জয়ের অন্যতম হাতিয়ার। ‘সুশাসন, স্বাস্থ্য পরিকাঠামোয় জোর, সুলভে জল এবং বিদ্যুৎ পরিষেবা প্রদান। এই চার প্রতিশ্রুতি দিল্লির মতো পঞ্জাবের ভোটারদেরও মনজয় করেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। পঞ্জাবে লাগাতার বিদ্যুতের খরচ বৃদ্ধি, অনুন্নত স্বাস্থ্য এবং শিক্ষা পরিকাঠামোয় জর্জরিত মানুষের কাছে কেজরির এই প্রতিশ্রুতি বিশেষ নজর কেড়েছে। মহিলা এবং শিশুদের জন্য একাধিক প্রকল্প পঞ্জাবের ভোটারদের ক্ষেত্রে অন্যতম বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। আর তাই তো বোটবাক্সে উজার করে জনমত গিয়েছে আম আদমি পার্টির পক্ষে।অন্যদিকে, পঞ্জাবে কংগ্রেসের অন্তর্কলহ ক্রমশ কেজরির জয়ের রাস্তা পরিষ্কার করেছে বলেও অনুমান করা হচ্ছে।
❤ Support Us