- দে । শ
- জুলাই ১০, ২০২৪
বেহাল রাস্তা। ধান পুঁতে প্রতীকী প্রতিবাদ বাসিন্দাদের

অফিস, কাছারি, স্কুল-কলেজ, বাজার যাতায়াতের একমাত্র এই রাস্তা। ব্যান্ডেল-কাটোয়া রেলপথের পূর্বস্থলীর পাটুলি স্টেশন থেকে ঝাউডাঙা পর্যন্ত দীর্ঘ রাস্তার প্রায় ১ কিমি রাস্তা একেবারে বেহাল। দু’দিন বৃষ্টি হতেই গোটা রাস্তাটা এখন একেবারে মানুষ চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। রাস্তাটি অবিলম্বে মেরামতির দাবিতে রাস্তার উপর ধানের চারা পুঁতে প্রতিকী প্রতিবাদ স্থানীয় বাসিন্দাদের। এই রাস্তার উপর দিয়ে প্রতিদিন হাজার-হাজার মানুষ, বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। এই রাস্তা দিয়েই পোস্ট অফিস, পঞ্চায়েত, হাইস্কুল, প্রাইমারি স্কুলে যেতে হয়। জীবন-জীবিকার প্রশ্নে ওই রাস্তার উপর দিয়ে গবাদি পশুদেরও নিয়ে যাওয়া হয়। এই পাকা রাস্তাটির পিচ উঠে গিয়ে মাটি-ইঁট বেরিয়ে গিয়েছে। স্থানীয় প্রশাসনকে বারবার জানিয়েও কাজের কাজ কিছু হয়নি বলে অভিযোগ। এলাকার বাসিন্দা আইনজীবী চন্দন সাহা, ব্যবসায়ী কার্তিকচন্দ্র সাহারা বলছিলেন, ‘দীর্ঘ ১৩ বছর ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার হয়নি। এই রাস্তা দিয়ে দুটি বাস চলত। এখন বন্ধ। তাই ধানগাছের চারা পুঁতে প্রতিবাদ।’ সংশ্লিষ্ট পাটুলি পঞ্চায়েতের উপপ্রধান দেবব্রত রায় বলেন, ‘পাটুলি ঘোষপাড়া হরিমন্দিরতলা থেকে পঞ্চায়েত পর্যন্ত প্রায় ১ কিমি রাস্তাটি বেহাল হয়ে পড়েছে। রাস্তাটি সংস্কারের জন্য জেলাপরিষদকে জানানো হয়েছে। আবারও জানানো হবে।’
❤ Support Us