Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • মার্চ ১৯, ২০২৫

ইউক্রেনে পূর্ণ যুদ্ধবিরতি নয়, ৩০ দিনের জন্য জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সম্মত পুতিন

আরম্ভ ওয়েব ডেস্ক
ইউক্রেনে পূর্ণ যুদ্ধবিরতি নয়, ৩০ দিনের জন্য জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে সম্মত পুতিন

ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে সাময়িকভাবে হামলা বন্ধ করতে সম্মত হলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘণ্টা দেড়েক ফোনালাপের পর তিনি ইউক্রেনের জ্বালানি স্থাপনায় সাময়িকভাবে আক্রমণ বন্ধ করতে সম্মত হয়েছেন। তবে ৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাবে অস্বীকৃতি জানিয়েছেন, যা স্থায়ী শান্তি চুক্তির দিকে প্রথম পদক্ষেপ হবে বলে আশা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আশা করেছিলেন ।
মঙ্গলবার রাতে রাশিয়া–ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের সঙ্গে পুতিনের প্রায় দেড় ঘন্টা ধরে ফোনে কথা হয়। দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে কথার পর ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, রাশিয়া ও ইউক্রেন একে অপরের জ্বালানি অবকাঠামোতে রাশিয়া আগামী ৩০ দিন হামলা বন্ধ রাখবে। ট্রাম্পের এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন পুতিন। ক্রেমলিন জানিয়েছে, ট্রাম্পের সাথে কথা বলার পর পুতিন রাশিয়ান সেনাবাহিনীকে জ্বালানি স্থাপনাগুলিতে আক্রমণ বন্ধ করার নির্দেশ দিয়েছেন।
মঙ্গলবার ট্রাম্প এবং পুতিনের মধ্যে দীর্ঘ ফোনালাপের পর হোয়াইট হাউস জানিয়েছে যে, কৃষ্ণ সাগরে একটি সামুদ্রিক যুদ্ধবিরতির পাশাপাশি আরও সম্পূর্ণ যুদ্ধবিরতি এবং একটি স্থায়ী শান্তি চুক্তির বিষয়ে আলোচনা অবিলম্বে শুরু হবে। ট্রাম্পের দূত স্টিভ উইটকফ সংবাদমাধ্যমকে বলেন, ‘‌জ্বালানি অবকাঠামোগত যুদ্ধবিরতি এবং কৃষ্ণ সাগরে গুলিবর্ষণের ওপর স্থগিতাদেশ, এই দুটি দিক নিয়ে আমাদের মধ্যে ঐকমত্য ছিল না। আজ আমরা সেই জায়গায় পৌঁছেছি, এবং আমার মনে হয় সেখান থেকে পূর্ণ যুদ্ধবিরতি খুব বেশি দূরে নেই।’‌ উইটকফের মন্তব্যের ব্যাপারে ক্রেমলিন তাৎক্ষণিকভাবে কোনও সাড়া দেয়নি।
উইটকফ উদ্বেগ প্রকাশ করেন যে, অস্থায়ী যুদ্ধবিরতি ইউক্রেনকে আরও সৈন্য সজ্জিত এবং একত্রিত করার সুযোগ করে দিতে পারে। ক্রেমলিনের বিবৃতি অনুসারে, পুতিন যে কোনও প্রস্তাবের জন্য ইউক্রেনকে সমস্ত সামরিক ও গোয়েন্দা সহায়তা বন্ধ করার দাবিতে দ্বিগুণ জোর দেন। ট্রাম্প ফক্স নিউজকে বলেন, ইউক্রেনে সাহায্যের বিষয়টি আলোচনায় আসেনি।
ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে তার দেশ ৩০ দিনের জন্য জ্বালানি সুবিধা এবং অবকাঠামোতে হামলা বন্ধের প্রস্তাবকে সমর্থন করবে । তিনি বলেন, রাশিয়া মঙ্গলবার গভীর রাতে ৪০টিরও বেশি ড্রোন নিক্ষেপ করেছে, যা সুমির একটি হাসপাতাল এবং ইউক্রেনের রাজধানীকে ঘিরে থাকা কিয়েভ অঞ্চল সহ অন্যান্য এলাকায় আঘাত করেছে। টেলিগ্রাম মেসেজিং অ্যাপে এক পোস্টে জেলেনস্কি বলেছেন, ‘‌পুতিন কার্যত সম্পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।’‌


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!