- এই মুহূর্তে
- এপ্রিল ৫, ২০২২
ভিসা নিষেধাজ্ঞার বিরুদ্ধে রাশিয়ার পাল্টা ব্যবস্থা
ইউক্রেনে অভিযানের কারণে রাশিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা। এর বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিল রাশিয়া। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার প্রতি যেসব দেশ ‘অবন্ধুসুলভ’ আচরণ করছে বলে মনে করছে মস্কো, সেসব দেশের নাগরিকদের ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া।দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিসা নিষেধাজ্ঞা সংক্রান্ত এমন একটি আদেশে স্বাক্ষর করেছেন। সরকারি ওই আদেশে বলা হয়, অবিলম্বে এই আদেশ কার্যকর হবে। আদেশে ইউরোপীয়ান কিছু দেশ সহ নরওয়ে, সুইজারল্যান্ড এবং আইসল্যান্ডের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে যে সহজ নীতি অনুসরণ করতো তা বাতিল করে রাশিয়া।
রুশ প্রতিবেদনে বলা হয়, এখন থেকে নতুন নিয়ম অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কয়েকটি রাষ্ট্র ও কিছুসংখ্যক বিদেশি নাগরিকের অবন্ধুত্বপূর্ণ পদক্ষেপের প্রতিক্রিয়ায়, জরুরি ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা থেকে এই পদক্ষেপ নিল মস্কো। এই সিদ্ধান্তের ফলে, ইইউ, নরওয়ে, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং লিখটেনস্টাইনের সঙ্গে ভিসা-সুবিধা চুক্তির কয়েকটি ধারা স্থগিত করেছে রাশিয়া। এসব দেশ ইউক্রেনে সামরিক অভিযানের পরিপ্রেক্ষিতে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল।
❤ Support Us