Advertisement
  • দে । শ
  • অক্টোবর ২৮, ২০২২

মুখে মোদির প্রশংসা, পুতিনের দাবি বিশ্ব বিপ্জ্জনক দশকে দাঁড়িয়ে

আরম্ভ ওয়েব ডেস্ক
মুখে মোদির প্রশংসা, পুতিনের দাবি বিশ্ব বিপ্জ্জনক দশকে দাঁড়িয়ে

ইউক্রেন যুদ্ধের ব্যাপারে নিরাপত্তা পরিষদে কখনও ভারতের সমর্থন পায়নি রাশিয়া। অথচ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা। সম্প্রতি মস্কোতে এক অনু্ষ্ঠানে মোদির প্রশংসা করেন পুতিন। শুধু মোদির প্রশংসা নয়, ভারত ও রাশিয়ার বন্ধুত্ব অটুট বলেও তিনি মন্তব্য করেন।
মস্কোতে ভালদাই ডিসকাশন ক্লাবের ১৯ তম বার্ষিক সভার পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে পুতিন ‘‌মেক ইন ইন্ডিয়া’‌ উদ্যোগকে ‘‌উল্লেখযোগ্য প্রচেষ্টা’‌ বলে অভিহিত করেছেন। মস্কোর ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুতিন বলেন, ‘ভারত একটি ব্রিটিশ উপনিবেশ থেকে তার আধুনিক রাষ্ট্রে পরিণত হওয়ার ব্যাপারে দুর্দান্ত উন্নয়নের পথে হেঁটেছে। প্রায় দেড়শ কোটি মানুষ এই উন্নয়নের ফল পেয়েছে, যা বিশ্বের সকলের কাছ থেকে দৃষ্টি আকর্ষণ করেছে। প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে সাম্প্রতিক বছরগুলিতে অনেক কিছু করা হয়েছে। তিনি একজন প্রকৃত দেশপ্রেমিক। এবং তার এই ধারণা, মেক ইন ইন্ডিয়া একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা। ভারত সত্যিই উন্নয়নে অগ্রসর হয়েছে। এর সামনে একটা মহান ভবিষ্যত রয়েছে। প্রধানমন্ত্রী মোদি দেশের জনগণের স্বার্থে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করতে সক্ষম হয়েছেন।’‌
অন্যদিকে রাশিয়া এবং ভারতের সম্পর্ক নিয়েও কথা বলেছেন পুতিন। তাঁর দাবি, ভারত এবং রাশিয়ার সম্পর্ক অনেক মজবুত। দুদেশের মধ্যে কোনও সংঘাত নেই বলে মন্তব্য পুতিনের। তবে ব্রিটেনের উপনিবেশ থেকে আধুনিক দেশ হিসাবে ভারতের উঠে আসা খুবই তাৎপর্যপূর্ণ বলে দাবি পুতিনের। যেভাবে উন্নয়ন ভারত করছে তা অবশ্যই ভারতের জন্য সম্মান ও প্রশংসার কারণ বলেও পুতিনের বক্তব্যে উঠে আসে। তিনি বলেন, ‘‌ভারতের সাথে আমাদের বিশেষ সম্পর্ক রয়েছে যা কয়েক দশক ধরে সত্যিই ঘনিষ্ঠ। ভারতের সাথে আমাদের কখনই কোনও সমস্যা ছিল না, আমরা সবসময় একে অপরকে সমর্থন করেছি এবং এটা ভবিষ্যতেও থাকবে। প্রধানমন্ত্রী মোদি আমাকে সার সরবরাহ বাড়াতে বলেছিলেন যা ভারতীয় কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা তা করেছি। আমরা সামরিক–প্রযুক্তিগত ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত রেখেছি।’‌
এদিকে, ইউক্রেন–রাশিয়া যুদ্ধ নিয়ে পুতিন বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব সবচেয়ে বিপজ্জনক দশকের মুখোমুখি। তাঁর কথায়, ‘‌পশ্চিমারা রাশিয়ার বিরুদ্ধে পারমানবিক ইস্যু তুলে ব্ল্যাকমেইল করছে এবং এভাবে তারা রাশিয়ার মিত্রদের মস্কো বিমুখ করতে চাইছে। আমরা একটি ইতিহাসের প্রান্তে আছি। সামনে সম্ভবত সবচেয়ে বিপজ্জনক, অপ্রত্যাশিত এবং একই সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ দশক অপেক্ষা করছে। আমাদের চোখের সামনে একটি ভবিষ্যৎ বিশ্বব্যবস্থা তৈরি হচ্ছে এবং যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমারা রাশিয়াকে ধ্বংস করার চেষ্টা করছে। এর ফল ভয়ঙ্কর হতে পারে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!