- প্রচ্ছদ রচনা
- সেপ্টেম্বর ২৩, ২০২২
পুতিনের ঘোষণায় রাশিয়ায় দেশ ছাড়ার হিড়িক

পশ্চিমের বেশ কয়েকটি দেশ রাশিয়াকে দুর্বল করার চেষ্টা করছে। এমনকি তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর পাশপাশি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালানোর লক্ষ্যে রিজার্ভ সেনাবাহিনী গঠনের নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি ঘোষণা করেছেন, জনগনের একাংশকে ইউক্রেনে যুদ্ধে পাঠানো হবে। তাঁর এই ঘোষণা শুনে দেশ ছাড়ার হিড়িক পড়েছে রাশিয়ায়।
দেশের সংরক্ষিত বাহিনীর তালিকায় থাকা ও সেনাবাহিনী থেকে অবসর নেওয়া শারীরিক ভাবে সক্ষম এবং অভিজ্ঞ ব্যক্তিদের আবার সেনাবাহিনীতে নিয়োগ করা হবে। এই ব্যাপারে একটা খসড়া নোটিশ জারি করেছেন পুতিন। মধ্যরাতে যোগ্য পুরুষদের কাছে সমন পাঠানো হয়েছে। খসড়া নোটিশ হস্তান্তরের জন্য স্কুল শিক্ষকদের চাপ দেওয়া হয়েছে। পুরুষদের তাদের জিনিসপত্র গুছিয়ে খসড়া কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য এক ঘন্টা সময় দেওয়া হয়েছে। পুতিনের এই ঘোষণার পরেই অনেকেই দেশ ছাড়তে শুরু করেছেন।
ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শুরু থেকেই সাধারণ রুশদের অনেকেই যুদ্ধ বিরোধী ছিলেন। প্রায়শই বিভিন্ন শহরে তা নিয়ে বিক্ষোভ সমাবেশে তাঁরা সামিলও হয়েছিলেন। সেই সব বিক্ষোভ কঠোর হাতে দমন করা হয়েছে। পুতিনের ঘোষণার পরে এবার ক্ষোভে ফেটে পড়েছেন যুদ্ধ বিরোধী সাধারণ মানুষ। প্রায় ৪০টি শহর থেকে ১৫০০–র বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিক্ষোভ আন্দোলনকে কোনও ভাবে প্রশ্রয় দিতে নারাজ সরকার।
ইউক্রেনের সঙ্গে যুদ্ধের জন্য ইউরোপের অনেক দেশের সঙ্গে রাশিয়ার বিমান চলচল বন্ধ। প্রতিবেশী দেশগুলিতে যাওয়ার জন্য রাশিয়ানরা উঠে–পড়ে লেগেছেন। জর্জিয়া, আর্মেনিয়া, কাজাখস্থান, আজারবাইজানে যাওয়ার সব বিমান টিকিট শেষ। ১৮ থেকে ৬৫ বছর বয়সীদের দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করছে রুশ প্রশাসন।
❤ Support Us