- দে । শ
- অক্টোবর ৬, ২০২৩
“রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ক নষ্ট করার চেষ্টা মোটেও সফল হবে না”, পুতিন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর কম দামে রাশিয়ার তেল কেনা নিয়ে একাধিকবার ভারতকে কটাক্ষ করেছে আমেরিকা-সহ অন্যান্য বেশ কয়েকটি পশ্চিমি দেশ। তবে ভারতের এই কটাক্ষের জবাবে সাফ বলেছে, দেশের মানুষের স্বার্থকেই অগ্রাধিকার দিয়ে কাজ করবে ভারত সরকার। এবার এই নিয়ে মুখ খুললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ভারত সরকার নিজের দেশের নাগরিকদের স্বার্থের কথা ভেবেই স্বাধীনভাবে সিদ্ধান্ত নেয়। এই পদক্ষেপের কারণেই ভারতকে ‘শত্রু’ হিসাবে অভিহিত করতে চাইছে পশ্চিমি দুনিয়া। এইভাবেই পশ্চিমি দেশগুলোকে তোপ দাগলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি জানিয়ে দিলেন, রাশিয়ার পাশ থেকে ভারতকে সরানোর চেষ্টা বৃথাই করছে পশ্চিমি দেশগুলো।
ভ্লাদিমির পুতিন সোচিতে একটি অনুষ্ঠানে মূল বক্তা হিসাবে উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানে তিনি বলেন, “পশ্চিমি দুনিয়ার একাধিপত্য মেনে নিতে যারা অস্বীকার করে, তাদের জোর করে শত্রু বানানোর চেষ্টা চলছে। ফলে ঝুঁকির মুখে পড়েছে ভারতও। কিন্তু ভারতের নেতারা দেশের কথা ভেবে কাজ করেন। দেশের মানুষের স্বার্থের কথা মাথায় রেখেই স্বাধীনভাবে তাঁরা নীতি প্রণয়ন করেন।” এই কথা বলেই পশ্চিমি দুনিয়াকে পুতিনের বার্তা, “ভারত একটি স্বাধীন দেশ। রাশিয়ার সঙ্গে ভারতের সুসম্পর্ক নষ্ট করার চেষ্টা মোটেও সফল হবে না।”
গত ২০২২ সালের ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনের মাটিতে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। তার পর থেকেই অশোধিত তেল রাশিয়া থেকে কেনার উপরে নিষেধাজ্ঞা চাপিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বেশ কিছু দেশ। কিন্তু সেই সময়েও রাশিয়া থেকে অশোধিত তেল কিনেছে ভারত। রাশিয়া থেকে অশোধিত তেল কেনা নিয়ে প্রথম থেকেই ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছে আমেরিকা। এমনকী নিজেদের প্রতিনিধি পাঠিয়েও ভারতের বিরুদ্ধে রীতিমতো হুঁশিয়ারিও দিয়েছিল মার্কিন প্রশাসন। তখন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর বলেছিলেন, ইউরোপের দেশগুলি ভারতের তুলনায় অনেক বেশি পরিমাণে তেল কিনছে। তবুও তাদের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠছে না। তাঁর মত ছিল, ভারতকে সতর্ক করার আগে আমেরিকার উচিত ইউরোপের মার্কিন ঘনিষ্ঠ দেশগুলির দিকে নজর দেওয়া। এবার রুশ তেল কেনা নিয়ে ভারতের পাশে দাঁড়িয়ে কড়া বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন।
❤ Support Us