- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জানুয়ারি ৭, ২০২৫
অস্কারের দৌড়ে পুতুল

বছরের শুরুতেই বাংলা চলচ্চিত্রপ্রেমীদের কাছে সুখবর। অস্কারের দৌড়ে জায়গা করে নিয়েছে ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত বাংলা ছবি ‘পুতুল’। প্রথম বাংলা সিনেমা হিসেবে অস্কারের লড়াইয়ে জায়গা করে নিয়ে ইতিহাস গড়ল এই ছবিটি।
‘দ্য অ্যাকাডেমি অফ মোশন পিকচার্স অ্যান্ড সায়েন্সেস’–এর পক্ষ থেকে সেরা চলচ্চিত্রর তালিকায় মনোনয়ন পাওয়া ছবির তালিকা প্রকাশ করেছে। মোট ৩২৩টি ছবিকে অ্যাকাডেমি পুরস্কারের তালিকায় রাখা হয়েছে। এর মধ্যে ‘বেস্ট পিকচার’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে ২০৭টি ছবি। সেই তালিকায় ‘পুতুল’ জায়গা করে নিয়েছে। এই প্রথম কোনও বাংলা ছবি অস্কারে ‘বেস্ট পিকচার’ নমিনেশনে স্থান পেল। আগামী ৮ জানুয়ারি থেকে ছবির নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। শেষ হবে ১২ তারিখের মধ্যে।
এই ছবিটির পরিচালনা করেছেন ইন্দিরা ধর মুখোপাধ্যায়। সঙ্গীতের দায়িত্বে ছিলেন সায়ন গঙ্গোপাধ্যায়। অভিনয় করেছেন তনুশ্রী শঙ্কর, মুমতাজ সরকার, ভেনেসা, প্রমুখ। কান চলচ্চিত্র উৎসবে প্রথমবারের জন্য প্রদর্শিত হয়। গত মাসেই বড় পর্দায় মুক্তি পেয়েছে এই ছবিটি। এর আগে এই ছবির গান ইতি মা অস্কারের লং লিস্টে জায়গা পেয়েছিল। ইমন চক্রবর্তীর গাওয়া গানটি সবার মন কাড়ে। কিন্তু শর্ট লিস্টে জায়গা পায়নি।
তাঁর সিনেমা অস্কারের ‘বেস্ট পিকচার’ ক্যাটাগরিতে নমিনেশন পাওয়ায় খুশি ইন্দিরা ধর মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘অ্যাকাডেমি ও অস্কার কমিটির কাছে আমি কৃতজ্ঞ আমার ছবিটিকে নমিনেশন দেওয়ার জন্য। ছবিটা সেরা ছবি বিভাগে মনোনীত হয়েছে। অ্যাকাডেমির ওয়েবসাইটে এখন সেটা বেরিয়েও গেছে। এটাই সবথেকে বড় প্রাপ্তি।’
❤ Support Us