- মা | ঠে-ম | য় | দা | নে
- নভেম্বর ২৯, ২০২৪
সৈয়দ মোদি ব্যাডমিন্টনে কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু ও লক্ষ্য সেন
২০২২ সালে শেষবার কোনও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। তারপর থেকেই ট্রফির খরা। অলিম্পিকেও ব্যর্থ। পিভি যে এখনও সেরা ছন্দে ফেরেননি, সৈয়দ মোদি আন্তর্জাতিক সুপার ৩০০ ব্যাডমিন্টন প্রতিযোগিতাতেই তার প্রমাণ। কোয়ার্টার ফাইনালে পৌঁছলেও স্বদেশীয় ইরা শর্মাকে হারাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। সিন্ধুর পাশাপাশি পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছেন লক্ষ্য সেন।
মহিলাদের সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে সিন্ধুর প্রতিপক্ষ ছিল ভারতেরই ইরা শর্মা। বিশ্ব র্যাঙ্কিংয়ে এই মুহূর্তে তিনি রয়েছেন ১৪৭ নম্বরে। অন্যাদিকে, সিন্ধু রয়েছেন ১৮ নম্বরে। র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে থাকলেও সিন্ধুকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন ইরা শর্মা। জয় পেতে সিন্ধুকে ৪৯ মিনিট অপেক্ষা করতে হয়েছিল। প্রথম গেমে ২১–১০ ব্যবধানে সিন্ধুর কাছে উড়ে যান ইরা। দ্বিতীয় তেমে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২১–১২ ব্যবধানে জিতে চাপে ফেলে দেন সিন্ধুকে। নির্ণায়ক গেমে বাজিমাত সিন্ধুর। ২১–১৫ ব্যবধানে জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান। পরের রাউন্ডে সিন্ধুর সামনে ডীনের দাই ওয়াং, যিনি বিশ্ব র্যাঙ্কিংয়ে ১১৮তম স্থানে রয়েছেন।
সিন্ধুকে কঠিন চ্যালেঞ্জর মুখে পড়তে হলেও পুরুষদের সিঙ্গলসে সহজ জয় পেয়েছেন প্রতিযোগিতার শীর্ষ বাছাই লক্ষ্য সেন। তিনি ২১–১৪, ২১–১৩ ব্যবধানে উড়িয়ে দিয়েছেন ইজরায়েলের ড্যানিল দুবোভেনকোকে। শেষ আটে লক্ষ্যর সামনে ভারতেরই মেরাবা লুওয়াং। যষ্ঠ বাছাই আয়ারল্যান্ডের নাট নগুয়েনকে ২১–১৫, ২১–১৩ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। এছাড়া পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন আয়ুশ শেট্টি, প্রিয়াংশু রাজাওয়াত। আয়ূশ হারিয়েছেন মালয়েশিয়ার হোহ জাস্টিনকে। খেলার ফল ২১-১২, ২১-১৯। অন্যদিকে, প্রিয়াংশু হারিয়েছেন ভিয়েতনামের লে ডুক ফাটকে। ফল ২১–১৫, ২১–৮।
❤ Support Us