Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১৮, ২০২৪

বিশ্বের ৭ নম্বর তারকাকে হারিয়ে ডেনমার্ক ওপেনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু

আরম্ভ ওয়েব ডেস্ক
বিশ্বের ৭ নম্বর তারকাকে হারিয়ে ডেনমার্ক ওপেনের কোয়ার্টার ফাইনালে পিভি সিন্ধু

টানা তিনটি অলিম্পিকের পদক জয়ের স্বপ্ন নিয়ে প্যারিস গিয়েছিলেন। কিন্তু হতাশ হয়েই ফিরতে হয়েছিল। তিন নম্বর অলিম্পিক পদক জয়ের স্বপ্নপূরণ হয়নি পিভি সিন্ধুর। ডেনমার্ক ওপেন সুপার ৭৫০ প্রতিযোগিতায় অবশ্য পুরনো ছন্দে এই ভারতীয় মহিলা ব্যাডমিন্টন তারকা। বিশ্বের ৭ নম্বর তারকা চীনের হান ইউকে হারিয়ে পৌঁছে গেলেন কোয়ার্টার ফাইনালে।
প্রি–কোয়ার্টার ফাইনালে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা হান ইউয়ের বিরুদ্ধে শুরুটা অবশ্য ভাল হয়নি পিভি সিন্ধুর। দুর্দান্ত লড়াই করেও প্রথম গেমে ২১–১৮ ব্যবধানে হেরে যান। দ্বিতীয় গেমে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ান। ২১–১২ ব্যবধানে হান ইউ–কে উড়িয়ে দেন। তৃতীয় গেমে জেতেন ২১–১৬ ব্যবধানে। ১ ঘন্টা ৩ মিনিট ধরে লড়াইয়ে শেষপর্যন্ত বাজিমাত করেন ভারতীয় এই শাটলার। চলতি বছরের মে মাসে মালয়েশিয়া মাস্টার্সের ফাইনালে এই হানকেই হারিয়েছিলেন সিন্ধু।
র‌্যাঙ্কিংয়ে হান এগিয়ে থাকলেও তাঁর বিরুদ্ধে বরাবরই সফল পিভি সিন্ধু। দু’‌জনেরক মধ্যে ৮টি সাক্ষাৎকারে এই নিয়ে ৭ বরা জিতলেন এই ভারতীয় ব্যাডমিন্টন তারকা। অন্যদিকে হান ইউ–য়ের জয় মাত্র একটিতে। এবছর এপ্রিলে এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সিন্ধুকে হারতে হয়েছিল। চলতি বছরে এই নিয়ে তৃতীয়বার কোনও প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন সিন্ধু। ফ্রেঞ্চ ওপেন ও মাদ্রিদ মাস্টার্সে শেষ আটে উঠেছিলেন। আর মালয়েশিয়া মাস্টার্সে চ্যাম্পিয়ন। ২০১৫ সালের পর আবার ডেনমার্ক ওপেন জেতার সুযোগ রয়েছে সিন্ধুর সামনে। কোয়ার্টার ফাইনালে তাঁর সামনে প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ইন্দোনেশিয়ার গ্রেগরিয়া মারিস্কা তুনজুং।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!