- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২৫, ২০২৪
থাইল্যান্ডের ওংবামরুংফানকে হারিয়ে ফাইনালে, মালয়েশিয়া মাস্টার্স জয়ের আরও কাছে সিন্ধু

২ বছর ক্যাবিনেটে কোনও ট্রফি ঢোকেনি। বারবার চোট পেয়ে কোর্টের বাইরে ছিটকে গেছেন। চোটের জন্য চলতি বছর উবের কাপ ও থাইল্যান্ড ওপেনেও খেলেননি। মালয়েশিয়া মাস্টার্সে প্রত্যাবর্তনেই দারুণ ছন্দে পিভি সিন্ধু। শনিবার কুয়ালালামপুরে থাইল্যান্ডের বুসানান ওংবামরুংফানের বিরুদ্ধে জিতে মহিলাদের সিঙ্গলস ফাইনালে উঠেলেন এই ভারতীয় তারকা। ২ বছর পর আবার কোনও ট্রফি জয়ের হাতছানি দু’বারের অলিম্পিকজয়ী সিন্ধুর সামনে।
প্রতিযোগিতার ৫ নম্বর বাছাই সিন্ধু। অন্যদিকে, থাইল্যান্ডের বুসানান ওংবামরুংফান ২০ নম্বর বাছাই নম্বরে। বাছাই তালিকায় ১৫ ধাপ পিছিয়ে থাকলেও সেমিফাইনালে সিন্ধুকে যথেষ্ট চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিলেন বুসানান ওংবামরুংফান। প্রথম গেন ২১–১৩ ব্যবধানে জিতে নেন থাইল্যান্ডের এই প্রতিযোগী। দ্বিতীয় গেমে দারুণভাবে ঘুরে দাঁড়ান সিন্ধু। ২১–১৬ ব্যবধানে জিতে সমতা ফেরান। তৃতীয় গেমে অবশ্য ওংবামরুংফানকে ম্যাচে ফেরার সুযোগ দেননি। প্রথম থেকেই দাপট দেখিয়ে ২১–১২ ব্যবধানে জিতে ফাইনালে পৌঁছে যান।
বুসানান ওংবামরুংফানের সঙ্গে পিভি সিন্ধুর ছিল ১৯ তম সাক্ষাৎকার। থাইল্যান্ডের এই শাটলারের কাছে ১ বারই মাত্র পরাজিত হয়েছেন সিন্ধু, ২০১৯ সালে হংকং ওপেনে। ফাইনালে অবশ্য কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে সিন্ধুকে। সামনে বিশ্বের ১ নম্বর ও প্রতিযোগিতার দ্বিতীয় বাছাই চীনের ওয়াং ঝি ই। গত বছর আর্কটিক ওপেনে ওয়াংয়ের কাছে হেরেছিলেন সিন্ধু। কিন্তু দুজনের মধ্যে তিনবারের সাক্ষাৎকারে দুটিতে জয় পেয়েছেন ভারতীয় শাটলার।
❤ Support Us