- মা | ঠে-ম | য় | দা | নে
- এপ্রিল ৩০, ২০২৪
অলিম্পিকের ছাড়পত্র পেয়ে গেলেন সিন্ধু, প্রণয়, লক্ষ্যরা

আগেই ব্যাডমিন্টনে অলিম্পিকে পুরুষদের ডাবলসে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছিলেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। এবার ছাড়পত্র পেয়ে গেলেন পিভি সিন্ধু, এইচএস প্রণয়, লক্ষ্য সেন, তানিশা ক্রাস্টো ও অশ্বিনী পোনাপ্পারা। সোমবার সাই–এর পক্ষ থেকে এক্স–এ সিন্ধুদের প্যারিসে যাওয়ার খবর জানানো হয়েছে।
Shuttlers through to #Paris2024!
7️⃣ of our top #Badminton players🇮🇳 have qualified across four categories through the #RaceToParis🗼 rankings.
HS Prannoy and Lakshya Sen have sealed their places for the Men’s Singles event, while 2-time Olympic medallist PV Sindhu 🥈🥉 will be… pic.twitter.com/xuHjOXP39Q
— SAI Media (@Media_SAI) April 29, 2024
দুইবারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু মহিলাদের সিঙ্গলসে প্যারিসের টিকিট পেয়েছেন। এই বিভাগে তিনিই দেশের একমাত্র প্রতিনিধি। তৃতীয়বার অলিম্পিকে অংশ নিতে চলেছেন সিন্ধু। তাঁর সামনে সুশীল কুমারের কৃতিত্ব ছাপিয়ে যাওয়ার সুযোগ। অলিম্পিকে দুটি পদক রয়েছে সুশীল কুমারের। সিন্ধুও দুটি অলিম্পিক পদক জিতেছেন। ২০১৬ রিও অলিম্পিকে এরুপো ও ২০২১ টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন।
অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসে প্যারিস অলিম্পিকের যোগ্যতা অর্জন করেছেন এইচএস প্রণয় ও লক্ষ্য সেন। নিয়মানুযায়ী অলিম্পিকের ছাড়পত্র পেতে গেলে নির্দিষ্ট সময়ের মধ্যে বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৬ জনের মধ্যে থাকতে হবে। এই মুহূর্তে প্রণয় রয়েছেন নবম স্থানে ও লক্ষ্য সেন রয়েছেন ১২ নম্বরে।
পুরুষদের ডাবলসে আগেই প্যারিস অলিম্পিকের ছাড়পত্র পেয়েছে সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। তাঁরা রয়েছেন তৃতীয় স্থানে। এবার মহিলাদের ডাবলসে টিকিট পেল তানিশা ক্রাস্টো ও অশ্বিনী পোনাপ্পা জুটি। এই ভারতীয় জুটি রয়েছে ১৩ নম্বরে। চারটি আলাদা আলাদা বিভাগে এই ৭ ভারতীয় শাটলারের হাতে থাকবে দেশকে পদক এনে দেওয়ার দায়িত্ব।
❤ Support Us