- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ৮, ২০২৩
ম্যাঞ্চেস্টারের মালিকানা এবার যাচ্ছে কাতারের শেখের হাতে

ঋণের দায়ে জর্জরিত গ্লেজার পরিবার। তাই ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাব বিক্রি করে দিতে চাইছে তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেল এমনই দাবি করেছে। শোনা যাচ্ছিল, ব্রিটেনের অন্যতম ধনী স্যার রেডক্লিফ ছাড়াও ফেসবুক এবং অ্যাপেল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কেনার জন্য ঝাঁপিয়েছিল। এবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেড কেনার জন্য ঝাঁপিয়েছেন কাতারের এক ধনী ব্যবসায়ী। ডেইলি মেল দাবি করেছে, কাতারের ব্যবসায়ী যে পরিমান অর্থের প্রস্তাব দিয়েছে, তাদের ধারেকাছে কেউ আসতে পারবে না। সবকিছু ঠিকঠাক থাকলে এবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকানা চলে যাবে কাতারের শেখ শেখ তামিম বিন হামাদ আল থানির হাতে। কথাবার্তা অনেকটাই চূড়ান্ত। এখন শুধু সইসাবুদ পর্ব বাকি।
২০০৫ সালে ৭৯০ মিলিয়ন পাউন্ডে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের মালিকানা কেনেন গ্লেজার পরিবার। তারা বর্তমানে ৮ বিলিয়ন পাউন্ডের বিনিময়ে ক্লাব বিক্রি করে দিতে চান বলে খবর। যা টড বহেলির চেলসি কেনার জন্য দেওয়া অর্থের থেকে অনেক বেশি। ক্লাবের সমর্থকরা অনেকবার প্রতিবাদ করেছেন এর বিরুদ্ধে। গত বছরের নভেম্বর মাসে গ্লেজাররা জানায় ক্লাবকে চালাতে বাইরে থেকে বিনিয়োগ আনতে চাইছেন তারা। কিন্তু সমর্থকরা মালিক পক্ষের বিরুদ্ধে ছিলেন। তারা চেয়ে এসেছেন ক্লাব যেন কোনোপ্রকারেই তাদের নিয়ন্ত্রণে না থাকে। তাই তাদের নিয়ন্ত্রনাধীনে বাইরের বিনিয়োগ নয়, অন্য কোনো গোষ্ঠী যেন এই ক্লাবের মালিকানা তাদের হাত থেকে নিয়ে নেয় তেমনটাই চাইছিলেন ক্লাবের একনিষ্ঠ সমর্থকরা। মার্কিন ব্যবসায়ী ব্যাঙ্কার রেইনে গ্রুপ ক্লাব বিক্রির বিষয়টি দেখভাল করছে।
❤ Support Us