- দে । শ প্রচ্ছদ রচনা
- ডিসেম্বর ২, ২০২৩
মাধ্যমিকের প্রশ্ন ফাঁস রুখতে নয়া কৌশল পর্ষদের, প্রশ্নপত্রে থাকছে “আলাদা কোড”
মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া রুধতে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ নতুন কৌশল অবলম্বন করল। মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় এই বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন, প্রতিটি প্রশ্নপত্রের উপরই একটি করে “আলাদা কোড” থাকবে। এই কোডের ভিত্তিতেই পরীক্ষার প্রশ্নপত্রের স্বচ্ছতা বজায় রাখা হবে। ২০২৪ সালের মাধ্যমিকের রেজিস্ট্রেশন করা ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ১২ লক্ষ। পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত।
পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি রামানুজবাবু জানিয়েছেন, “অসৎ উদ্দেশ্যে কেউ পরীক্ষা শুরুর হওয়ার পর যাতে ছবি তুলে সেই প্রশ্ন পাইরে বের করতে না পারে, তার জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি প্রশ্নপত্রের একটি করে ইউনিক সিরিয়াল নম্বর করে থাকছে। পরীক্ষার সময় একজন পরীক্ষার্থী যে প্রশ্নপত্র পাবে, সেই প্রশ্নপত্রের ইউনিক কোডটি তার উত্তরপত্রে ও অ্যাটেন্ডেন্স শিটে লিখে দিতে হবে। সেক্ষেত্রে কোনও প্রশ্নপত্র বেরিয়ে এলে কোডটি দেখলেই বোঝা যাবে কোন জায়গা থেকে প্রশ্নের ছবি বেরিয়েছে এবং প্রশ্নপত্রটি কার মাধ্যমে বেরিয়েছে।” কোডগুলি এমনভাবে দেওয়া হচ্ছে, যা দেখলেই পর্ষদ কর্তারা বুঝতে পারবেন প্রশ্নপত্রটি কোন জেলার। তারপর ওই কোডের মাধ্যমেই পর্ষদের নিজস্ব ব্যবস্থাপনায় ট্র্যাক করে খুঁজে নেওয়া হবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে।
পর্ষদ সভাপতি আরও জানিয়েছেন, “যে কোনও পাতার ছবি তুললেই সিরিয়াল নম্বরের মাধ্যমে সেটা ধরা পরে যাবে। কোডটা প্রশ্নপত্রের প্রথম পাতার উপরে থাকার পাশাপাশি প্রতিটি পাতায় এমবেডেড করা থাকবে। সেক্ষেত্রে যে কোনও পাতার ছবি যে কোনও কেউ তুলুক বা যে দিক থেকেই তুলুক না কেন আমরা ঠিক বের করে নিতে এই প্রশ্নপত্রটি আসলে কার।” তাই সুধগু প্রথম পাতাই নয়, প্রশ্নের যে কোনও পাতার ছবি তুললেই ধরা পরে যাওয়া নিশ্চিত।
পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি ইতিমধ্যেই জেলাগুলি পরিদর্শন শুরু করেছেন। জেলায় বৈঠকে করে পরীক্ষার প্রশ্নপত্রের এই সুরক্ষা ব্যবস্থাটি সম্পর্কে জানিয়ে দেওয়া হচ্ছে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের। কারণ, পরীক্ষার্থীদের উপস্থিতির তালিকাতে প্রশ্নপত্রের কোড লিখিয়ে নেওয়ার দায়িত্ব থাকবে পরীক্ষার হলে থাকা ইনভিজিলেটরের উপরেই।
❤ Support Us