- ন | ন্দ | ন | চ | ত্ব | র পাঁ | চ | ফো | ড় | ন
- নভেম্বর ১১, ২০২১
হতাশ তসলিমা: ইস!পাকিস্তানিকে বিয়ে করলেন মালালা

মালালা ইউসুফজাই একজন পাকিস্তানি নাগরিককে বিয়ে করেছেন এ খবরে হতাশ বাংলাদেশি লেখক তসলমা নাসরিন। টুইট করে নিজের হতাশা ব্যক্ত করে বলেছেন, মালালা অক্সফোর্ডের ছাত্রী। বয়স ২৪।ভেবেছিলাম এক জন সুদর্শন আর প্রগতিশীল ইংরেজের প্রেমে পড়বেন। ৩০ বছরের আগে বিয়ের কথা ভাববেন না। কিন্তু এ কী করলেন? যারা ওঁকে হত্যার চেষ্টা করছিল, তারা কারা ছিল? পাকিস্তানি। কেন নিজের দেশ ছাড়তে হল? সেই পাকিস্তানের জন্যই। কিন্তু যারা তাঁকে আশ্রয় দিয়েছেন, ওঁর চিকিৎসা করেছেন, জীবন বাঁচিয়েছেন, তাঁরা তো সাদা চামড়ার মানুষ। যাঁর সঙ্গে উনি বই লিখেছেন, যাঁরা ওঁকে তহবিল সংগ্রহে সাহায্য করেছেন, নোবেল দিয়েছেন, তাঁরাও তো সেই একই শ্রেণির। কিন্তু এর পরেও মালালা বিয়ে করলেন কাকে? বিষয়টি সত্যিই হতাশাজনক, বলেছেন তসলিমা।
তবে মালালার বিয়ে নিয়ে বিরূপ মন্তব্য করায় কটাক্ষের শিকার হয়েছেন বাংলাদেশের লেখিকা। বলা হয়েছে, মালালা কাকে নিজের জীবনসঙ্গী বাছবেন, তা ঠিক করার উনি কে? তসলিমার ওই টুইটকে ‘অত্যন্ত নীচ’ বলে আখ্যা দেওয়া হয়েছে। একই সঙ্গে বলা হয়েছে, সব পাকিস্তানি তো এক নয়!
❤ Support Us